আজব কায়দায় দৃষ্টিশক্তি বাড়ানোর দাবি চিনা ক্ষৌরকারের, ভাইরাল ভিডিও
পার্লারে কখনও যান চুল কাটাতে আবার কখনও যান ফেসিয়াল করাতে। আবার কেউ সেখানে যান দাঁড়ি ট্রিম করাতে। কিন্তু, কখনও যদি দেখতে পান, ক্ষৌরকারের কাছে কেউ যাচ্ছেন দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য, (এমনই দাবি করা হয়েছে) তখন কী করবেন? অবাক লাগছে শুনে? তাহলে চিনের এই ক্ষৌরকারের কীর্তি দেখুন...
নিজস্ব প্রতিবেদন : পার্লারে কখনও যান চুল কাটাতে আবার কখনও যান ফেসিয়াল করাতে। আবার কেউ সেখানে যান দাঁড়ি ট্রিম করাতে। কিন্তু, কখনও যদি দেখতে পান, ক্ষৌরকারের কাছে কেউ যাচ্ছেন দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য, (এমনই দাবি করা হয়েছে) তখন কী করবেন? অবাক লাগছে শুনে? তাহলে চিনের এই ক্ষৌরকারের কীর্তি দেখুন...
চিনের জিনজিয়াং প্রদেশের এই ক্ষৌরকারের কাছে মানুষ নাকি যান চোখের জন্য। তাঁদের দাবি, জিয়াং গাউ নামে ওই ব্যক্তি নাকি ‘আজব কায়দায়’ কিছু করে মানুষের দৃষ্টিশক্তি বাড়িয়ে দেন। প্রথমে ওই ব্যক্তি চোখের মধ্যে কোনও তরল ঢেলে দেন, এরপর আজব কায়দায় সেখানে কিছু কারিকুরি করে দেন। আর তার টানেই নাকি ওই ক্ষৌরকারের কাছে মানুষ ছুটে যায় বলে দাবি।
আরও পড়ুন : আদালতের নির্দেশের পরও স্বামীর সঙ্গে দেখা করায় আসছে বাধা, অভিযোগ হাদিয়ার
সম্প্রতি ইউটিউবে প্রকাশ পায় ওই ভিডিও। এবং, এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ৫ মিনিটের ওই ভিডিওতে আজব কায়দায় চিনা ক্ষৌরকার যা করলেন, তা এক কথায় অদ্ভূত এবং বিপদজ্জনক বলেই দাবি করা হয়েছে নেটিজেনদের তরফে।