ইরানে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস, উপ-স্বাস্থ্যমন্ত্রীর পর এবার আক্রান্ত ভাইস প্রেসিডেন্ট

ইরানের স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।

Updated By: Feb 28, 2020, 08:58 PM IST
ইরানে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস, উপ-স্বাস্থ্যমন্ত্রীর পর এবার আক্রান্ত ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদন : ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারির্চির আগেই আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। এবার ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকরও মারণ ভাইরাসে আক্রান্ত হলেন। ইরানের নারী ও পরিবার কল্যাণ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানির উপদেষ্টা হিসাবে কাজ করতেন তিনি। এবতেকরের রক্তের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। ইরানে এখন করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৪। 

ইরানের স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। ইরানের আরেক সাংসদও মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। ইরানের সঙ্গে সীমান্ত সিল করেছে ইরাক ও পাকিস্তান। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইরানের প্রশাসন ২০ হাজার মাস্ক তৈরির অর্ডার দিয়েছে। সংক্রমণ ঠেকাতে প্রতিদিন ২০ হাজার লিটার জীবাণুনাশক তরল ছড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায়। এত কিছুর পরও সেখানে দ্রুত ছড়িয়ে পড়ছে মারণ ভাইরাস। তবে স্বাস্থ্য দফতরের দাবি, ভাইরাসে আক্রান্ত অনেকে সেরে উঠেছেন ইতিমধ্যে। 

আরও পড়ুন-  আটকানোর চেষ্টা করেও ব্যর্থ ইমরান, নোভেল করোনায় আক্রান্ত ইরান থেকে আসা ২ পাক-নাগিরক

সারা বিশ্বে এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬৫৮ জন। এরই মধ্যে পাকিস্তানেও দুজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। 

.