এই প্রথম প্রকাশ করা হল এল MH-60 রোমিও হেলিকপ্টারের ছবি

ভারত আমেরিকার থেকে ২৪টি এমএইচ-৬০ কিনবে

Updated By: Dec 4, 2020, 07:51 PM IST
এই প্রথম প্রকাশ করা হল এল MH-60 রোমিও হেলিকপ্টারের ছবি

নিজস্ব প্রতিবেদন: আমেরিকান ডিফেন্স মেজর লোকহিড মার্টিন ভারতীয় নেভির মাল্টিরোল এমএইচ-৬০ হেলিকপ্টারের প্রথম ছবি প্রথমবারের জন্য শেয়ার করলেন। যুদ্ধযান নিয়ে যাঁদের আগ্রহ তাঁদের মধ্যে বিষয়টিতে খুবই সাড়া পড়ে গিয়েছে। 

আমেরিকার সঙ্গে ৬ বিলিয়ন ডলারের চুক্তি অনুযায়ী ভারত লোকহিড মার্টিনের থেকে বেশ কয়েকটি এই এমএইচ-৬০ হেলিকপ্টার কিনবে।

বলা হচ্ছে, এমএইচ-৬০ অত্যন্ত আধুনিক একটি হেলিকপ্টার। এমএইচ-৬০কে বলা হচ্ছে 'দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাডভান্সড মেরিটাইম হেলিকপ্টার'। 

এই হেলিকপ্টারের নকশা এমন ভাবে করা হয়েছে যাতে এটিকে ডেস্ট্রয়ারস, ক্রুজারস, এয়ারক্র্যাফ্ট ইত্যাদি থেকে সাবলীল ভাবে 'অপারেট' করা যায়। বিশ্ব জুড়ে ৩০০টির মতো এই হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে। সূত্রের খবর, ভারত ২৪টি এমএইচ-৬০ কিনবে।

আরও পড়ুন: আমেরিকাবাসীকে অন্তত ১০০ দিন 'মাস্ক'বাদী হতে অনুরোধ বাইডেনের

.