সিরিয়াতে আইসিস-কে টার্গেট করে বোমা বর্ষণ শুরু আমেরিকার

সিরিয়াতে ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইসিস-অধ্যুষিত অঞ্চলে বোমা বর্ষণ শুরু করল আমেরিকা ও সহযোগী দেশগুলি। সোমবার গভীর রাতে পেন্টাগন সূত্রে এই খবর প্রকাশ করা হয়েছে।  

Updated By: Sep 23, 2014, 10:35 AM IST
সিরিয়াতে আইসিস-কে টার্গেট করে বোমা বর্ষণ শুরু আমেরিকার

ওয়াশিংটন: সিরিয়াতে ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইসিস-অধ্যুষিত অঞ্চলে বোমা বর্ষণ শুরু করল আমেরিকা ও সহযোগী দেশগুলি। সোমবার গভীর রাতে পেন্টাগন সূত্রে এই খবর প্রকাশ করা হয়েছে।  

সূত্রে খবর আমেরিকার সঙ্গে সৌদি আরব ও জর্ডনও বোমা বর্ষণে অংশগ্রহণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই আক্রমণে 'ফাইটার', 'বোম্বার' ও Tomahawk Land Attack Missiles ব্যবহার করছে।

আইসিস-এর ক্রমাগত আক্রমণে গত রবিবার সিরিয়ার অন্তত ১ লক্ষ ৩০ হাজার কুর্দ উদ্বাস্তু দেশ ছেড়ে তুরস্কে পালিয়ে গেছেন।

আইসিস সীমান্ত পার করে ওই কুর্দ উদ্বাস্তদের এক প্রকার বাধ্য করেছে তুরস্কে চলে যেতে। এই ঘটনার পরের দিনই সিরিয়াতে আইসিস-এর উপর আক্রমণ হানল ওবামা প্রশাসন।

সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল আয়ান-আল-আরব, কুর্দিশ ভাষায় যাকে কোবানি বলা হয়, এক সময় কুর্দ সম্প্রদায়ের মানুষের মুক্তাঞ্চল ছিল। কিন্ত আইসিস-এর আক্রমণের জেরে এই কোবানি ছেড়ে লাখো মানুষ বর্তমানে আশ্রয় নিয়েছেন তুরস্কের সানিফুল্লা অঞ্চলে।

যদিও এখনও কোবানিতে আইসিস-এর সঙ্গে যুদ্ধ চালাচ্ছেন কুর্দ যোদ্ধারা।

 

.