মার্কিন বিমানকে নিশানা করে লেজার তাক চিনের, অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের

লেজার তাকের অভিযোগ পেন্টাগনের। তা উড়িয়ে দিয়েছে বেজিং। 

Updated By: May 4, 2018, 08:51 PM IST
মার্কিন বিমানকে নিশানা করে লেজার তাক চিনের, অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদন: মার্কিন বিমানকে নিশানা করতে লেজার ব্যবহার করছে চিন। বেজিংয়ের বিরুদ্ধে এমনই অভিযোগই করল ওয়াশিংটন। পেন্টাগন জানিয়েছে, পূর্ব আফ্রিকার জিবুতির কাছে মার্কিন বিমানকে লক্ষ্য করে লেজার ব্যবহার করেছে চিন। তাতে আহত হয়েছেন দুই মার্কিন পাইলট। পেন্টাগনের অভিযোগ উড়িয়ে দিয়েছে বেজিং। 

পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট বলেন,  ''গত কয়েক সপ্তাহে বেশ কয়েকবার মার্কিন বিমানকে নিশানা করছে চিন। এব্যাপারে নিশ্চিত আমরা। তাতে বিমান চালকদের জীবনহানির  আশঙ্কা তৈরি হয়েছে। এব্যাপারে তদন্তের জন্য চিনকে নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।'' গত কয়েক সপ্তাহ ধরে এই ধরনের ১০টি ঘটনা ঘটেছে বলে দাবি পেন্টাগনের মুখপাত্রের।  পেন্টাগনের আর এক মুখপাত্র লেফট্যানান্ট কর্নেল ক্রিস লোগান বলেন, তিনটি ক্ষেত্রে শক্তিশালী লেজার ব্যবহার করা হয়েছে। কাছে চিনা ছাউনি থেকেই লেজার তাক করা হয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ উড়িয়ে চিনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং বলেন, ''মার্কিন অভিযোগে সত্যতা নেই। আন্তর্জাতিক ও স্থানীয় আইন মেনে চলে চিন। আমরা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতাবস্থার প্রতি দায়বদ্ধ।'' 

আরও পড়ুন- নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত করল যৌন কেলেঙ্কারিতে জেরবার নোবেল কমিটি

.