Covid 19: ভারত থেকে ভ্রমণে বিধিনিষেধ জারি আমেরিকার, ছাড় নাগরিকদের
জরুরি ভিত্তিতে ৪ঠা মে থেকেই সিদ্ধান্ত বলবৎ হচ্ছে
![Covid 19: ভারত থেকে ভ্রমণে বিধিনিষেধ জারি আমেরিকার, ছাড় নাগরিকদের Covid 19: ভারত থেকে ভ্রমণে বিধিনিষেধ জারি আমেরিকার, ছাড় নাগরিকদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/05/01/318621-america.png)
নিজস্ব প্রতিবেদন: হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে বেড না মেলার হাহাকার। অক্সিজেন সঙ্কটের ভয়াবহ ছবি। এই দূর্বিষহ পরিস্থিতিতে ভারত থেকে আমেরিকা ভ্রমণের উপর বিধিনিষেধ জারি করল মার্কিন প্রশাসন। আগামী ৪ মে থেকে কার্যকর হবে বিধিনিষেধষ। তবে আমেরিকা যাওয়াতে ছাড় দেওয়া হয়েছে ভারতে বসবাসকারী (গ্রিন কার্ডধারী) মার্কিন নাগরিকদের এবং পড়ুয়া, সাংবাদিক ও কয়েকজন শিক্ষাবিদদের।
আরও পড়ুন: Covid 19: ভারত থেকে ফিরলেই ৫ বছরের জেল, জরিমানা অস্ট্রেলিয়ার নাগরিকদের
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে জানান, 'সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর পরামর্শ অনুযায়ী ভারত থেকে যাত্রী আসার উপর বিধিনিষেধ আরোপ করছে প্রশাসন৷ জরুরি ভিত্তিতে ৪ঠা মে থেকেই সিদ্ধান্ত বলবৎ হচ্ছে।'এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই অবশ্য জানানো হয়েছে, ভারত থেকে আমেরিকা ভ্রমণে বেশ কিছু ছাড় দেওয়া হবে। পড়ুয়ারা যারা আমেরিকায় পড়াশোনা করতে চাইছেন, গবেষকরা এবং যারা দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোর সঙ্গে যুক্ত, তাঁদেরকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকা থেকেও ভ্রমণে একই বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
আরও পড়ুন: Covid Update India: ভয়াবহ! ৪ লক্ষ পেরোল দৈনিক সংক্রমণ, মৃত ৩,৫২৩
তবে আমেরিকাই প্রথম নয়, যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, সিঙ্গাপুরও ভারত থেকে ভ্রমণে একই নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতের সঙ্গে সমস্ত প্রকার বাণিজ্যিক ভ্রমণ বন্ধ করেছে কানাডা, হংকং ও নিউজিল্যান্ড। প্রসঙ্গত, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন, মৃত ৩ হাজার ৫২৩ জন।