হবু মার্কিন ফার্স্ট লেডির উপদেষ্টা হিসেবে নিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত মালা আদিগে

হোয়াইট হাউসের ৪ সিনিয়র কর্মীর নাম ঘোষণার সময়েই মালার নাম ঘোষণা করেছেন বাইডেন

Updated By: Nov 21, 2020, 03:31 PM IST
 হবু মার্কিন ফার্স্ট লেডির উপদেষ্টা হিসেবে নিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত মালা আদিগে

নিজস্ব প্রতিবেদন: মার্কিন মন্ত্রিসভায় স্থানপেতে চলেছেন এক বাঙালি। এবার হবু মার্কিন প্রেসিডেন্টের স্ত্রীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হল এক ভারতীয় বংশোদ্ভূত মাহিলাকে।

আরও পড়ুন-দুদিকে দিলীপ ঘোষ, মাঝখানে শুভেন্দুর নামে পোস্টার শ্যামবাজারে, তীব্র জল্পনা

জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনের পলিসি ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হল ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি মালা আদিগেকে। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে জো বাইডেন ও কমলা হ্যারিসের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন মালা। বারাক ওবামার আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সে ডেপুটি সেক্রেটারি হিসেবে কাজ করেছেন।

ইলিনোইসের বাসিন্দা মালা আদিগে ইউনিভার্সিটি অব মিনেসোটা স্কুল অব পাবলিক হেলফ থেকে স্নাতক হয়েছেন।  পাশাপাশি শিকাগো ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতক। ২০০৮ সালে ওবামার প্রচারের কাজও করেছেন।

আরও পড়ুন-শুভেন্দু-সৌগত সহ দলে আসছেন ৫ TMC সাংসদ : অর্জুন, মরে যাব তবু BJP-তে না : সৌগত

হোয়াইট হাউসের ৪ সিনিয়র কর্মীর নাম ঘোষণার সময়েই মালার নাম ঘোষণা করেছেন বাইডেন। বাইডেনের সহযোগী দলের প্রধান হিসেবে নিয়োগ করা হচ্ছে ক্য়াথি রাসেলকে। তিনি ছিল জো বাইডেন ও কমলা হ্যারিসের প্রচার কমিটির ভাইস প্রেসিডেন্ট।

.