প্রাপ্তবয়স্কদের জন্য মডার্নাকে (Moderna) ছাড়পত্র দিল আমেরিকা (US)
নিজস্ব প্রতিবেদন: মডার্না (Moderna) এই প্রথম কোনও দেশে ছাড়পত্র পেল। এটিও ৯৫ শতাংশ কার্যকারিতা দাবি করেছে।
US Centers for Disease Control and Prevention's (CDC) Advisory Committee গতকাল, শনিবার জানিয়েছে, ১৮ বছর বা তার বেশি বয়স্কদের এই টিকা দেওয়া হবে।
সংক্রমণের শীর্ষে থাকা আমেরিকায় করোনা-আক্রান্তের সংখ্যা ২ কোটির মতো। মৃত্যু ছাড়িয়েছে ৩ লক্ষ । দৈনিক মৃত্যুও সে দেশে তিন হাজারের নীচে নামছে না।
এর মধ্যেই শোনা যাচ্ছে, আগামীকাল, সোমবার নয়া নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ও ফার্স্ট লেডি জিল এই ভ্যাকসিন নেবেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তাঁর স্বামী সম্ভবত তার পরের সপ্তাহে টিকা পাবেন।
ছাড়পত্র পাওয়ার দিক থেকে মডার্নার ভ্যাকসিন অবশ্য দ্বিতীয়। প্রথম ছাড়পত্র পেয়েছে ফাইজারের টিকা (vaccine from Pfizer Inc and German partner BioNTech SE)।
আমরিকার ৩,৭০০টি কেন্দ্রে টিকাকরণের প্রস্তুতি চলছে। আগামীকাল সোমবার সকাল থেকেই শুরু হয়ে যাবে এই কাজ।
also read: মাস্ক (Mask) না পরে সেলফি (Selfie) তোলায় জরিমানা চিলির প্রেসিডেন্টের!