UNGA: ভাষণে Modi-র রবি-স্মরণ, বাংলায় কবিতা পাঠ করে রাষ্ট্রসঙ্ঘকে বার্তা প্রধানমন্ত্রীর

ভাষণে শেষে মোদীর (PM Modi) রবি-স্মরণ। 

Updated By: Sep 25, 2021, 07:39 PM IST
UNGA: ভাষণে Modi-র রবি-স্মরণ, বাংলায় কবিতা পাঠ করে রাষ্ট্রসঙ্ঘকে বার্তা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানে তালিবানের উত্থান হোক বা কোভিডের উৎস সন্ধান- রাষ্ট্রসঙ্ঘের ভূমিকায় উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই রবি ঠাকুরের (Rabindranath Tagore) লেখনীকে উদ্ধৃত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বাংলায় তিনি বলেন,'' শুভ কর্মপথে ধর নির্ভয় গান। সব দুর্বল সংশয় হোক অবসান।'' 

সাম্প্রতিককালে একাধিক বিষয়ে আতসকাঁচের তলায় রাষ্ট্রসঙ্ঘের (United Nations) ভূমিকা। ভাষণের শেষ পর্যায়ে সেই প্রসঙ্গই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। আচার্য চাণক্যকে টেনে তিনি বলেন,''সঠিক সময়ে উপযুক্ত কার্য করা দরকার। সময়ে পেরিয়ে গেলে ওই কাজ সফল হয় না। রাষ্ট্রসঙ্ঘকে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে হবে। আরও কার্যকরী হতে হবে। বাড়াতে হবে বিশ্বাসযোগ্যতা। রাষ্ট্রসঙ্ঘের উপরে উঠছে নানা প্রশ্ন। জলবায়ু সমস্যা এবং কোভিড ছাড়াও দুনিয়ার বিভিন্ন জায়গায় চলা ছায়াযুদ্ধ, আতঙ্কবাদ ও আফগানিস্তান সঙ্কট এই প্রশ্নগুলিকে আরও জোরালো করেছে।''

কোভিড প্রাদুর্ভাব নিয়ে লুকোছাপা করেছে চিন। এখনও তার অস্বীকার করে চলেছে যে এই ভাইরাস হুহানের ল্যাবে তৈরি। সেই প্রসঙ্গ তুলে নাম না করে চিনকে খোঁচা দিয়েছেন মোদী (PM Modi)। বলেন,''কোভিডের উৎসসন্ধান ও ব্যবসা বান্ধব পরিবেশের তালিকা নিয়ে ধাক্কা খেয়েছে রাষ্ট্রসঙ্ঘের বিশ্বাসযোগ্যতা। আন্তর্জাতিক পরিস্থিতি, বিধি ও মূল্যবোধ মেনে চলা উচিত রাষ্ট্রসঙ্ঘের।'' এর পরই মোদীর রবি-স্মরণ। প্রধানমন্ত্রী বলেন,''নোবেলজয়ী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়ে নিজের ভাষণ সমাপ্ত করছি। শুভ কর্মপথে ধর নির্ভয় গান। সব দুর্বল সংশয় হোক অবসান।'' মোদীর সংযোজন,''নিজের শুভ কর্মপথে নির্ভীক হয়ে এগিয়ে যাও। সকল দুর্বলতা ও শঙ্কার অবসান হোক। এটা রাষ্ট্রসঙ্ঘের জন্য যতটা প্রাসঙ্গিক ততটাই অন্য দায়িত্বশীল দেশগুলির জন্য। এতে বিশ্বে শান্তি ও সৌহার্দ্য বাড়বে।''

আরও পড়ুন- দুনিয়ার প্রথম DNA টিকা তৈরি করে ফেলেছে ভারত, আসুন উৎপাদন করুন, আহ্বান PM Modi-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.