রাজনকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় বাধা ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি! অগ্ন্যুত্পাতের কারণে বিমান পরিষেবা বন্ধ
ছোটা রাজনকে দেশে ফেরাতে বড় সমস্যা। এই মুহূর্তে আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের কারণে বিমান না চলায় ছোটা রাজনকে ভারতে ফেরানোর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। বালিতে আপাতত উড়ান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আজ রাজনকে ফেরানোর চেষ্টা চলছে।
ওয়েব ডেস্ক: ছোটা রাজনকে দেশে ফেরাতে বড় সমস্যা। এই মুহূর্তে আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের কারণে বিমান না চলায় ছোটা রাজনকে ভারতে ফেরানোর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। বালিতে আপাতত উড়ান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আজ রাজনকে ফেরানোর চেষ্টা চলছে।
এদিকে দেশের অভ্যন্তরে ছোটা রাজনের হস্তান্তর নিয়ে দড়ি টানাটানি চলছে দিল্লি ও মুম্বই পুলিসের মধ্যে। দিল্লি পুলিস সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন হওয়ায় ছোটা রাজনকে রাজধানীতে রাখারই সম্ভাবনা প্রবল। মুম্বই পুলিসের বিরুদ্ধে তার ওপর অত্যাচার চালানোর অভিযোগ তুলেছেন রাজন। মুম্বই পুলিসের সঙ্গে দাউদের যোগাসাজসেরও অভিযোগ তুলেছেন তিনি। চাপানউতোরের মধ্যেই রাজনকে রাখার প্রস্তুত নিচ্ছে মুম্বই পুলিসও। ঝাড়পোঁছ করা হয়েছে আর্থার রোড জেলের আন্ডা সেল। মুম্বই পুলিসের হেফজাতে এলে কাসভের এই সেলই ঠিকানা হতে পারে একদা দাউদ অনুচরের।