ফেসবুকের বাজার কি পড়ছে?
সম্প্রতি, ভার্জের এক সমীক্ষা বলছে, `হোয়াটস কুল` এবং হোয়াট নেক্সট`এর ব্যারোমিটারে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টাম্বলর বা স্ন্যাপচ্যাটের মতো অ্যাপস পিছনে ফেলে দিয়েছে ফেসবুককে। রিপোর্ট আরও জানাচ্ছে, এক সময় যে আত্মপ্রকাশের ঢক্কানিনাদ তোলপাড় করে দিত আজ সেই স্টেটাস আপডেট খানিকটা বোরিং ঠেকছে ১৩ থেকে ২৫-এর প্রজন্মকে।
টিন-এজ ইউজার হারাচ্ছে ফেসবুক। আশ্চর্যের হলেও, সমীক্ষা বলছে, একদা `কুল` ফেসবুকের অতিরিক্ত ব্যবহার ক্রমেই `আনকুল` করে দিচ্ছে অল্পবয়স্কদের কাছে।
সম্প্রতি, ভার্জের এক সমীক্ষা বলছে, `হোয়াটস কুল` এবং হোয়াট নেক্সট`এর ব্যারোমিটারে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টাম্বলর বা স্ন্যাপচ্যাটের মতো অ্যাপস পিছনে ফেলে দিয়েছে ফেসবুককে। রিপোর্ট আরও জানাচ্ছে, এক সময় যে আত্মপ্রকাশের ঢক্কানিনাদ তোলপাড় করে দিত আজ সেই স্টেটাস আপডেট খানিকটা বোরিং ঠেকছে ১৩ থেকে ২৫-এর প্রজন্মকে।
ক্রমাগত ফোটো আপলোড, নিখুঁত প্রোফাইল বিন্যাস কোথাও একটা ক্লান্তি ডেকে এনেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।