সিরিয়ায় রাসায়নিক হামলায় নিন্দার ঝড় আন্তর্জাতিক মহলে
সিরিয়ায় রাসায়নিক গ্যাস হামলায় প্রায় ১০০ জনের মৃত্যু অভিযোগ উঠতেই নিন্দার ঝড় উঠল আন্তর্জাতিক মহলে। রাষ্ট্রসঙ্ঘে নিন্দা প্রস্তাবের খসড়া পেশ করেছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স।
Updated By: Apr 5, 2017, 09:17 AM IST
ওয়েব ডেস্ক : সিরিয়ায় রাসায়নিক গ্যাস হামলায় প্রায় ১০০ জনের মৃত্যু অভিযোগ উঠতেই নিন্দার ঝড় উঠল আন্তর্জাতিক মহলে। রাষ্ট্রসঙ্ঘে নিন্দা প্রস্তাবের খসড়া পেশ করেছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স।
রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা OPCW-কে দিয়ে দ্রুত তদন্তের প্রস্তাব দেওয়া হয়েছে। ১৫টি সদস্য দেশের কাছে খসড়া প্রস্তাব বিলিও করেছে তিন শক্তিধর দেশ। বিষয়টি নিয়ে ভোটাভুটি চাইছে ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকা। তবে রাশিয়া আদৌ পক্ষে ভোট দেবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
আরও পড়ুন, সিরিয়ায় ফের রাসায়নিক হামলার অভিযোগ, মৃত কমপক্ষে ১০০