ইউক্রেন: রাষ্ট্রপতি-বিরোধী দলনেতার বৈঠক নিষ্ফলা

রাষ্ট্রপতি ও বিরধী দলনেতার বৃহস্পতিবারের বৈঠকেও শান্তি ফিরল না ইউক্রেনে। অশান্তির আবহেই আলোচনা চালিয়ে যেতে চায় দু`পক্ষ। সরকার বিরোধী আগুন অর্ধেক গ্রাস করেছে দেশেকে। শান্তি ফেরাতে রাষ্ট্রপতি ভিক্টর ইয়ানুকোভচ ও বিরোধী দলনেতাকে একঘরে বসাতে সমর্থ হয় পুলিস। কিন্তু নিষ্ফলা সেই বৈঠক।

Updated By: Jan 24, 2014, 02:33 PM IST

রাষ্ট্রপতি ও বিরধী দলনেতার বৃহস্পতিবারের বৈঠকেও শান্তি ফিরল না ইউক্রেনে। অশান্তির আবহেই আলোচনা চালিয়ে যেতে চায় দু`পক্ষ। সরকার বিরোধী আগুন অর্ধেক গ্রাস করেছে দেশেকে। শান্তি ফেরাতে রাষ্ট্রপতি ভিক্টর ইয়ানুকোভচ ও বিরোধী দলনেতাকে একঘরে বসাতে সমর্থ হয় পুলিস। কিন্তু নিষ্ফলা সেই বৈঠক।

রাজধানীতে পুলিসের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে বিক্ষোভকারীদের। বক্সার থেকে বিরোধীদলনেতার আসনে বসা ভিটালি কলিৎসচকো বলেন, "তিনি(রাষত্রপতি) জানিয়েছেন তাঁর বা সরকারের পদত্যাগের প্রশ্নই ওঠে না।" ইউক্রেনে অন্তর্বর্তী নির্বাচনের দাবি জানিয়েছে বিরোধীরা। রাষ্ট্রপতির সঙ্গে কথা ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছেন তিনি।

সে কথা বৈঠক শেষে রাষ্ট্রপতি দফতর থেকে জারি করা একটা প্রেস বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে। তাতে রাষ্ট্রপতি জানিয়েছেন, "দুঃখজনক ভাবে দ্বিতীয়বারের বৈঠকেও বিরধী দলনেতা হিংসার নিন্দা করলেন না।" তবে আলোচনার রাস্তা খোলা রাখার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতেও।

ছবি: এপি

.