ব্রিটেনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
ভোট গণনা চলছে। আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে ব্রিটেনের মসনদে কোন দল বসছে। আপতত ৬৫০ টি আসনের মধ্যে ৩৩৮ টি ফলাফল জানা গেছে। ১৩৯ টি ভোটে পেয়ে এগিয়ে রয়েছে বিরোধী দল লেবার পার্টি। কনজারভেটি পার্টিও হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে। ১২৩ টি ভোট পেয়েছে এখনও পর্যন্ত। অন্যদিকে স্কটল্যান্ড ন্যাশানাল পার্টি মোট ৫৯ টির মধ্যে ৫০ টি দখলে এনেছে।
ওয়েব ডেস্ক: ভোট গণনা চলছে। আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে ব্রিটেনের মসনদে কোন দল বসছে। আপতত ৬৫০ টি আসনের মধ্যে ৪২৪ টি ফলাফল জানা গেছে। ১৭২ টি ভোটে পেয়ে এগিয়ে রয়েছে বিরোধী দল লেবার পার্টি। কনজারভেটি পার্টিও হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে। ১৭০ টি ভোট পেয়েছে এখনও পর্যন্ত। অন্যদিকে স্কটল্যান্ড ন্যাশানাল পার্টি ৫৪ টি আসন দখলে রেখেছে।
তবে এখন দেখার ডেভিড ক্যামেরন নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে নাকি পাশা উল্টে বাজি মারবে লেবার পার্টির এড মিলিব্যান্ড!
তবে জনমত সমীক্ষার আভাস, লড়াই এবার হাড্ডাহাড্ডি। কঠিন লড়াইয়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
সাধারণ নির্বাচনে আজ তাঁর প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির এড মিলিব্যান্ড। রাজনৈতিক পর্যেবক্ষকদের মতে, ইদানীংকালে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় মোড়া নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আজ। কারণ, টানা পাঁচ সপ্তাহের প্রচারের পরেও ক্যামেরন বা মিলিব্যান্ড, কারও পক্ষেই নিরঙ্কুশ সমর্থনের ইঙ্গিত মেলেনি। বিতর্কসভায় যথারীতি মুখোমুখি হয়েছেন প্রার্থীরা।
কিন্তু কেউই তেমন সাড়া পাননি। নির্বাচিত হলে ইউরোপীয় ইউনিয়নের আওতায় ব্রিটেনের থাকা নিয়ে জনমত যাচাই করতে গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দেন ক্যামেরন। অন্যদিকে মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন আদায়ে সচেষ্ট মিলিব্যান্ড। ব্রিটেনের আওতা থেকে বেরিয়ে আসা নিয়ে গণভোটে হারলেও এবারের নির্বাচনে তৃতীয় স্থানে উঠে আসতে পারে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি। জনমত সমীক্ষার আভাস অনুযায়ী এবার নির্বাচনী ফলাফলে ত্রিশঙ্কু পরিস্থিতি হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।