ওয়ার্ক ভিসা পেতে বাধ্যতামূলক নয় পুলিস শংসাপত্র, নতুন নির্দেশিকায় জানাল আমিরশাহি প্রশাসন
ভারতে সংযুক্ত আরব আমিরশাহির ৩টি ভিসা কেন্দ্র রয়েছে। দিল্লি, মুম্বই ও তিরুবনন্তপুরম থেকে গত বছরই জারি হয়েছে প্রায় ১৬ লক্ষ ওয়ার্ক ভিসা। তার মধ্যে দিল্লির কেন্দ্র থেকেই জারি হয়েছে ৫০,০০০ ওয়ার্ক ভিসা।
ওয়েব ডেস্ক: আমিরশাহিতে কাজ করতে যেতে ইচ্ছুক ভারতীয়দের জন্য স্বস্তির খবর। সেদেশের ওয়ার্ক ভিসা পেতে আর পেশ করতে হবে না 'গুড কনডাক্ট সার্টিফিকেট'। রবিবার এক নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে আমিরাত প্রশাসন।
আমিরশাহিতে কাজ করতে যাওয়ার ভিসা পেতে গত ৪ ফেব্রুয়ারি থেকে পুলিস শংসাপত্র বাধ্যতামূলক করেছিল আমিরাত প্রশাসন। নতুন এই নির্দেশিকা অনুসারে আমিরশাহিতে ওয়ার্ক ভিসা পেতে আবেদনপত্রের সঙ্গে পেশ করতে হচ্ছিল পুলিস শংসাপত্র। শংসাপত্রে উল্লেখ থাকতে হবে, ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতে কোনও ফৌজদারি মামলা দায়ের নেই। কোনও মামলায় দোষী সাব্যস্ত হননি ওই ব্যক্তি। আমিরশাহি প্রশাসনের নতুন এই ফরমানে বিপাকে পড়েন বহু ভারতীয়। একই বিধি কার্যকর হয় সার্কভুক্ত সমস্ত দেশের জন্য।
ইকো পার্কে দুর্ঘটনায় তদন্ত কমিটি গড়ল সরকার, এখনো অচেতন ১ শিশু
ভারতে সংযুক্ত আরব আমিরশাহির ৩টি ভিসা কেন্দ্র রয়েছে। দিল্লি, মুম্বই ও তিরুবনন্তপুরম থেকে গত বছরই জারি হয়েছে প্রায় ১৬ লক্ষ ওয়ার্ক ভিসা। তার মধ্যে দিল্লির কেন্দ্র থেকেই জারি হয়েছে ৫০,০০০ ওয়ার্ক ভিসা।
এই মুহূর্তে আমিরশাহিতে কর্মরত রয়েছেন প্রায় ২৬ লক্ষ ভারতীয়।