সাবান মেখে কেমন করে স্নান করল তিয়ান তিয়ান?

গরমে স্নান করার মজাই আলাদা। তারিয়ে তারিয়ে চান করার মজা নিতে দেখা গেল আমেরিকার ন্যাশনাল জুলজিক্যাল পার্কের জায়েন্ট পান্ডা তিয়ান তিয়ানকে। সাবান ঘষে স্নান করছে অতিকায় এই প্রানী। বাবল বাথের মজা নিল আমুদে তিয়ান তিয়ান। কয়েকদিন আগেই বেইবেই নামে পুত্রসন্তানের বাবা হয়েছে তিয়ান তিয়ান। দক্ষিণ পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের এই পান্ডা আবার যথেষ্টই মিডিয়া ফ্রেন্ডলি। ক্যামেরার সামনে নানারকম কসরত দেখাতে ব্যস্ত রেড পান্ডাটি। দুই ছানাকে সঙ্গে নিয়েই ক্যামেরায় পোজও দিল মিডিয়া বান্ধব লাল পান্ডা। তিয়ান তিয়ানের স্নানের সেই ভিডিও দেখুন-

Updated By: Apr 2, 2016, 10:31 AM IST
সাবান মেখে কেমন করে স্নান করল তিয়ান তিয়ান?

ওয়েব ডেস্ক : গরমে স্নান করার মজাই আলাদা। তারিয়ে তারিয়ে চান করার মজা নিতে দেখা গেল আমেরিকার ন্যাশনাল জুলজিক্যাল পার্কের জায়েন্ট পান্ডা তিয়ান তিয়ানকে। সাবান ঘষে স্নান করছে অতিকায় এই প্রানী। বাবল বাথের মজা নিল আমুদে তিয়ান তিয়ান। কয়েকদিন আগেই বেইবেই নামে পুত্রসন্তানের বাবা হয়েছে তিয়ান তিয়ান। দক্ষিণ পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের এই পান্ডা আবার যথেষ্টই মিডিয়া ফ্রেন্ডলি। ক্যামেরার সামনে নানারকম কসরত দেখাতে ব্যস্ত রেড পান্ডাটি। দুই ছানাকে সঙ্গে নিয়েই ক্যামেরায় পোজও দিল মিডিয়া বান্ধব লাল পান্ডা। তিয়ান তিয়ানের স্নানের সেই ভিডিও দেখুন-

টুকরো খবর-

এগুলি কোনওটাই সারমেয় সন্তান নয়। কুকুরের কোলে পাঁচ চিতা শাবক। দেখে অবাক হতে হয়। মাতৃত্বের চিরন্তন মমতা নিয়ে পাঁচ চিতা শাবককে আঁকড়ে ধরে অষ্ট্রেলিয়ান শেফার্ড। বিরল এই ছবি ধরা পড়েছে অষ্ট্রেলিয়ারর সিনসিনান্তি চিড়িয়াখানায়। পাঁচ সন্তানের জন্ম দিতে গিয়েই মৃত্যু হয় মা চিতার।

.