Iraq: Baghdad-এ মার্কিন দূতাবাস লক্ষ করে রকেট হানা, অভিযোগ ইরানের বিরুদ্ধে
মার্কিন এবং ইরাকি আধিকারিকদের মতে যে গোষ্ঠীগুলি এই রকেট উৎক্ষেপণ করে তারা মূলত ইরানের মদতপুষ্ট
নিজস্ব প্রতিবেদন: দুটি Katyusha রকেট বাগদাদের (Baghdad) সুরক্ষিত গ্রিন জোনে আঘাত করেছে। ইরাকের (Iraq) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রবিবার নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে এই কথা জানিয়েছে।
একটি রকেট সি-র্যাম (C-RAM) প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে বাতাসেই ধ্বংস করা হয় এবং অন্যটি এই গ্রিন জোনের উৎসব প্রাঙ্গণের কাছে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে দুটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: ISIS: আইএস-এর হয়ে লড়াই করছে ৬৬ ভারতীয় বংশোদ্ভূত জঙ্গি, দাবি মার্কিন রিপোর্টে
নিরাপত্তা বাহিনী এই রকেট উৎক্ষেপণের স্থান সনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এই গ্রীন জোনেই মার্কিন দূতাবাস (U.S. embassy) এবং সরকারী ভবন সহ মূলত বিদেশী দূতাবাসগুলি রয়েছে। এই অঞ্চল নিয়মিতভাবে বিভিন্ন রকেটের লক্ষ্যবস্তু হয়। মার্কিন এবং ইরাকি আধিকারিকদের মতে যে গোষ্ঠীগুলি এই রকেট উৎক্ষেপণ করে তারা মূলত ইরানের (Iran) মদতপুষ্ট।