আবার ভূমিকম্প, বাড়িঘর ছেড়ে পড়িমরি করে ছুটলেন বাসিন্দারা

এদিনের কম্পনের পরই স্থানীয় প্রশাসনের তরফে সুনামির সতর্কতা জারি করা হয়। প্রশাসনের তরফে স্থানীয়দের উঁচু কোনও স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়। 

Updated By: Aug 5, 2018, 06:59 PM IST
আবার ভূমিকম্প, বাড়িঘর ছেড়ে পড়িমরি করে ছুটলেন বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদন: ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রবিবার ইন্দোনেশিয়ার লোমবক দ্বীপে কম্পন অনুভূত হয় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। এর পরই সুনামির সতর্কতা জারি হয়েছে বেশ কয়েকটি দ্বীপে। 

সপ্তাহখানেক আগে ইন্দোনেশিয়ার হলিডে দ্বীপে প্রবল কম্পনে ১৭ জনের মৃত্যু হয়েছিল। সেই স্মৃতি এখনো তাজা মানুষের মনে। ফলে এদিন কম্পন অনুভূত হতেই বাড়ি থেকে পড়িমরি করে ছুটে বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। মার্কিন ভূতত্ব সর্বেক্ষণের তরফে জানানো হয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উত্স। 

এদিনের কম্পনের পরই স্থানীয় প্রশাসনের তরফে সুনামির সতর্কতা জারি করা হয়। প্রশাসনের তরফে স্থানীয়দের উঁচু কোনও স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়। 

দেশের যে কোনও জায়গা থেকে দেওয়া যাবে ভোট, নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কমিশন

স্থানীয় মাতারাম শহরের বাসিন্দারা জানিয়েছেন, তীব্র কম্পনে কেঁপে ওঠে গোটা ঘরবাড়ি। প্রাণ বাঁচাতে টলতে টলতে বাড়ি থেকে বেরোন তাঁরা। তবে এখনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই। 

এদিনের কম্পনে পাহাড়ে ধস নামে। ফলে ট্রেকিংয়ে গিয়ে আটকে পড়েন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করা হয়েছে। 

২০০৪ সালে ইন্দোনেশিয়ার কাছে ভারত মহাসাগরে ভূকম্পের জেরে সৃষ্ট সুনামিতে প্রায় ২.৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। এর মধ্যে ইন্দোনেশিয়ায় মৃত্যু হয়েছিল ১.৬ লক্ষ মানুষের।  

.