জাপানে সুনামির সতর্কবার্তা প্রত্যাহার

জাপানে সুনামির সতর্কবার্তা জারি করেও প্রত্যাহার করে নিল কিউসু আবহাওয়া দফতর। বুধবার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তর-পূর্ব উপকূল। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬.৮।

Updated By: Mar 14, 2012, 04:32 PM IST

একবছর আগের সুনামির ভয়াবহ স্মৃতি ফিকে হওয়ার আগেই ফের সুনামির সতর্কবার্তা জারি জাপানে। বুধবার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তর-পূর্ব উপকূল। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬.৮। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী প্রায় ৫০ সেন্টিমিটার উচ্চাতায় জলোচ্ছাস আছড়ে পড়তে পারে জাপানের উত্তর-পূর্ব উপকূলে। হোক্কাইডোর উত্তর ভাগের প্রায় ২১০ কিলোমিটার এলাকা জুড়ে কম্পন অনুভূত হওয়ার পরই সতর্কবার্তা জারি করা হয়। স্থানীয় সময় সন্ধ্যে ৬ টা ৪০ নাগাদ প্রথমবার জলোচ্ছাস আছড়ে পরার পূর্বাভাস দেওয়া হয়েছিল কিউসু আবহাওয়া দফতরের তরফে।
ঠিক একবছর আগে ২০১১-র ১১ মার্চ, দুপুর ২টো ৪৫ মিনিটে রিখটার স্কেলে ৯ মাত্রার কম্পনে প্রবল জলোচ্ছ্বাস নিয়ে সুনামি আছড়ে পড়েছিল জাপানের বুকে। ১৯,০০০-এর বেশি মানুষের মৃত্যুর সঙ্গে ঘটে গেছিল শতকের সবচেয়ে বড় পরমাণু বিপর্যয়। সুনামির জেরে ভেঙে পড়েছিল পরমাণু কেন্দ্র ফুকুশিমা দাইচির রিঅ্যাক্টর। সেখান থেকেই পরমাণু তেজষ্কৃয়তা ছড়িয়ে পড়েছিল সমুদ্রের জলে।

.