ট্রাম্পের কোপে ৩ লাখ ভারতীয়!

ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতিতে কোপে পড়তে চলেছেন প্রায় তিন লাখ ভারতীয়। নথিহীন অভিবাসীদের দেশ ছাড়া করতে নতুন নীতি আনছেন মার্কিন প্রেসিডেন্ট। সন্ধান পাওয়া মাত্র বেআইনি অভিবাসীদের দেশ ছাড়া করতে নির্দেশ দিয়েছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি।

Updated By: Feb 22, 2017, 09:20 PM IST
ট্রাম্পের কোপে ৩ লাখ ভারতীয়!

ওয়েব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতিতে কোপে পড়তে চলেছেন প্রায় তিন লাখ ভারতীয়। নথিহীন অভিবাসীদের দেশ ছাড়া করতে নতুন নীতি আনছেন মার্কিন প্রেসিডেন্ট। সন্ধান পাওয়া মাত্র বেআইনি অভিবাসীদের দেশ ছাড়া করতে নির্দেশ দিয়েছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি।

তিনি ক্ষমতায় এলে দেশে অগ্রাধিকার পাবেন আমেরিকানরাই। এই স্লোগান নিয়েই ভোটে লড়েছিলেন ডোলান্ড ট্রাম্প। তাঁর ভিসা নীতি নিয়ে কম বিতর্ক হয়নি। এবার নথিহীন অভিবাসীদের দেশ থেকে তাড়াতে কড়া হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। দেশ জুড়ে ছড়িয়ে থাকা ১ কোটি ১০ লাখ বেআইনি অভিবাসীকে আমেরিকা থেকে ফেরাতে নতুন অর্ডার জারি হয়েছে। সন্ধান পাওয়ামাত্র নথিহীনদের ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত রক্ষী ও অভিবাসন দফতরের কর্মীদের। আর ট্রাম্পের এই নীতির কোপে পড়ছেন প্রায় ৩ লাখ ভারতীয়।

আরও পড়ুন, SBI ATM থেকে বেরিয়ে আসছে 'চিল্ড্রেন ব্যাঙ্কের' ২০০০ টাকার নোট!

.