শহিদ ঘরণীকে 'হৃদয়হীন' মন্তব্য করার অভিযোগে সামলোচনার মুখে ট্রাম্প

Updated By: Oct 18, 2017, 08:15 PM IST
শহিদ ঘরণীকে 'হৃদয়হীন' মন্তব্য করার অভিযোগে সামলোচনার মুখে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন: ডোনাল্ড ট্রাম্পের কথায় আহত শহিদ মার্কিন সেনাজওয়ানের স্ত্রী। দক্ষিণ-পশ্চিম আফ্রিকায় কর্তব্যরত অবস্থায় গত ৪ অক্টোবর শহিদ হন মেশিয়া জনসন নামে ওই জওয়ান। অভিযোগ, সমবেদনা জানানো তো দূরঅস্ত, উলটে শহিদ জওয়ানের স্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট এমন কথা বলেছেন যাতে যার পর নাই আহত তিনি। ঘটনাটি উত্থাপিত হয়েছে মার্কিন আইনসভাতেও।

অভিযোগ, মেশিয়ার স্ত্রীকে ট্রাম্প বলেন, "উনি (মৃত ফৌজি) জানতেন উনি কোন শর্তে চাকরি করতে এসেছিলন"। মার্কিন প্রেসিডেন্টের এমন অসংবেদনশীল মন্তব্যে যার পর নাই আহত সদ্য স্বামীহারা ওই মহিলা। মার্কিন কংগ্রেসের সদস্য ফ্রেডরিকা ইউলসন জানিয়েছেন, প্রেসিডেন্টের মুখে এমন কথা শুনে কান্নায় ভেঙে পড়েন শহিদ জওয়ানের স্ত্রী। এরপরই মার্কিন আইনসভায় এই নিয়ে সরব হন এই কংগ্রেসম্যান। তিনি বলেন, সকলেই জানে যে যুদ্ধে গেলে ফিরে আসার নিশ্চয়তা থাকে না। কিন্তু তাই বলে, এমন 'হৃদয়হীন' কথা বলা মোটেও উচিত নয়। গোটা বিষয়ে ট্রাম্পের তরফে এখনও কোনও বিবৃতি মেলেনি।

.