২০০ বছরের প্রথা ভাঙলেন ট্রাম্প, হোয়াইট হাউসে পালিত হল না পবিত্র ইদ

ডোনাল্ড ট্রাম্পের শাসনে কার্যত 'কফিন বন্দি' হল মুসলিমদের পবিত্র পরব ইদ-উল-ফিতর, আয়োজনই করা হল না ট্র্যাডিশনাল ইফতার ডিনারের। বিগত দুশো বছর ধরে ইদ উদযাপনের যে প্রথা মার্কিন রাষ্ট্রপতিরা পালন করে এসেছিলেন, সেই প্রথাকে পাত্তাই দিলেন না বর্তমান আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্প। আর ট্রাম্পের এই আচরণের মাধ্যমেই শেষ হয়ে গেল হোয়াইট হাউসের ইফতার সন্ধ্যা আয়োজনের সুদীর্ঘ প্রাচীন ঐতিহ্য।('বাচ্চা বাজি', কিশোরদের ধর্ষণ করার নারকীয় রীতির রমরমা ইদেও) 

Updated By: Jun 26, 2017, 05:19 PM IST
২০০ বছরের প্রথা ভাঙলেন ট্রাম্প, হোয়াইট হাউসে পালিত হল না পবিত্র ইদ

ওয়েব ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের শাসনে কার্যত 'কফিন বন্দি' হল মুসলিমদের পবিত্র পরব ইদ-উল-ফিতর, আয়োজনই করা হল না ট্র্যাডিশনাল ইফতার ডিনারের। বিগত দুশো বছর ধরে ইদ উদযাপনের যে প্রথা মার্কিন রাষ্ট্রপতিরা পালন করে এসেছিলেন, সেই প্রথাকে পাত্তাই দিলেন না বর্তমান আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্প। আর ট্রাম্পের এই আচরণের মাধ্যমেই শেষ হয়ে গেল হোয়াইট হাউসের ইফতার সন্ধ্যা আয়োজনের সুদীর্ঘ প্রাচীন ঐতিহ্য।('বাচ্চা বাজি', কিশোরদের ধর্ষণ করার নারকীয় রীতির রমরমা ইদেও

মার্কিন দেশে ১৮০৫ সালে প্রথম ইফতার ডিনারের আয়োজন করা হয়েছিল। এরপর ১৯৯৬ সালে হোয়াইট হাউসের বাসিন্দা তথা ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের হাত ধরেই হোয়াইট হাউসে ঢুকে পড়ে মুসলিমদের এই পবিত্র পরব ইদ-উল-ফিতর। এরপর যে বা যারা যখনই হোয়াইট হাউসের বাসিন্দা হয়ে এসছেন, তাঁরা প্রত্যেকেই এই প্রথাকে আড়ম্বরের সঙ্গেই উদযাপন করে এসেছেন। ক্লিন্টন, বুশ এবং বারাক ওবামা রাষ্ট্রপতি থাকার সময়েও হোয়াইট হাউসে ইফতার ডিনারের আয়োজন করা হয়েছে। 'ইসলাম বিরোধী' হিসেবে পরিচিত রিপাব্লিকান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেই হোয়াইট হাউসের রীতি নীতিতে বদল, বাধা এল ইসলামিক পরব উদযাপনে। ট্রাম্পের নির্দেশ অনুযায়ী পবিত্র রমজানের গোটা একমাস সময় পাওয়া সত্ত্বেও ইদ-উল-ফিতর নিয়ে কোনও পরিকল্পনাই করল না হোয়াইট হাউসের আধিকারিকরা। একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েই ইদের মত পবিত্র উৎসবের কাজ সেরেছেন ট্রাম্প। "গোটা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের মতই আমেরিকাও ইদ উৎসবে নিজেরদেরকে সামিল করেছে। এই পবিত্র উৎসবের দিন আমদের স্মরণ করিয়ে দিচ্ছে করুণা, সমবেদনা এবং মঙ্গলকামনার মত বিষয়ের গুরুত্ব কতখানি। গোটা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের প্রতি আমেরিকা আগেও যেমন বন্ধুতা বজায় রেখেছে আগামী দিনেও সেই মূল্যবোধকে সম্মান জানাবে। ইদ মোবারক", ইদে এই বার্তাই দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। (কর্ণাটকের উদুপি শ্রীকৃষ্ণ মঠে ইফতারের আয়োজন

হোয়াইট হাউসে ইফতার ডিনার 'বন্ধ' হওয়ার খবরে স্বাভাবিক ভাবেই 'হৃদয়ভঙ্গ' হয়েছে মার্কিন দেশের মুসলিমদের। ওয়াশিংটনের মসজিদের ইমাম মার্কিন রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া স্বরূপ জানিয়েছেন, "এটা হতাশজনক, কারণ এতদিন এটা একটা ঐতিহ্য বহন করে এসেছে, যেটার সমাপ্তি ঘটল"। 

.