ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুরাবায়া শহর, মৃত কমপক্ষে ৯
বিস্ফোরণের পরই যুদ্ধকালীন ভিত্তিতে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে পুলিস ও স্থানীয় বাসিন্দারা।
নিজস্ব প্রতিবেদন : রবিবার সকালে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুরাবায়া শহর। আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ৯ জনের। আহত ২০-র বেশি মানুষ। শহরের তিনটি চার্চে প্রার্থনা চলার সময় বিস্ফোরণগুলি হয় বলে জানিয়েছে সেদেশের প্রশাসন।
জানা গেছে, এদিন সকালে শহরের শান্তা মারিয়া রোমান ক্যাথলিক চার্চে প্রার্থনা চলছিল। সেই সময় হঠাই চার্চের বাইরে প্রথম আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে চার্চের বাইরের একটি অংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় ৪ জনের। আহত হন কয়েকজন।
আরও পড়ুন- 'আল্লাহ হু আকবর' ধ্বনী দিয়ে ঝাঁপিয়ে পড়ল আততায়ী, প্যারিসে জঙ্গিহামলায় নিহত ১
এই ঘটনার খবর পেয়ে পুলিস সেখানে পৌঁছনোর আগেই ফের দ্বিতীয় বিস্ফোরণের খবর মেলে দিপোনেগেরো থেকে। কিছুক্ষণের মধ্যেই তৃতীয় বিস্ফোরণটি ঘটে যায় শহরের প্যান্টেকোস্টা এলাকায়।
বিস্ফোরণের পরই যুদ্ধকালীন ভিত্তিতে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে পুলিস ও স্থানীয় বাসিন্দারা। তবে এখনও বিস্ফোরণের দায় শিকার করেনি কোনও জঙ্গি সংগঠন।