ভুয়ো ভিসার অভিযোগে মার্কিনযুক্তরাষ্ট্রে গ্রেফতার ভারতীয় দূত
কূটনৈতিক ক্ষেত্রে বড়সড় ধাক্কা খেল ভারত। নিউইয়র্কে ভারতীয় ডেপুটি কন্সুল জেনেরালকে ভুয়ো ভিসা রাখার অভিযোগে গ্রেফতার করল সেদেশের ল এনফোরসমেন্ট অথোরিটি। পরে অবশ্য আদালতে ব্যক্তিগত ২৫০,০০০ মার্কিন ডলারের বিনিময় তিনি জামিন পান। তবে পরবর্তী শুনানি পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়তে পারবেন না। এমনকি সেদেশের বিভিন্ন স্থানে যেতে গেলেও তাঁর আদালতের বিশেষ অনুমতি লাগবে।
কূটনৈতিক ক্ষেত্রে বড়সড় ধাক্কা খেল ভারত। নিউইয়র্কে ভারতীয় ডেপুটি কন্সুল জেনেরালকে ভুয়ো ভিসা রাখার অভিযোগে গ্রেফতার করল সেদেশের ল এনফোরসমেন্ট অথোরিটি। পরে অবশ্য আদালতে ব্যক্তিগত ২৫০,০০০ মার্কিন ডলারের বিনিময় তিনি জামিন পান। তবে পরবর্তী শুনানি পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়তে পারবেন না। এমনকি সেদেশের বিভিন্ন স্থানে যেতে গেলেও তাঁর আদালতের বিশেষ অনুমতি লাগবে।
বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ভারতীয় দূত দেবযানী খোবরাগাড়ে (৩৯) মেয়েকে তার স্কুলে ছাড়ার সময় গ্রেফতার হন। নিউইয়র্কের দক্ষিণ ডিস্ট্রিক্টের মার্কিনি অ্যাটর্নি ভারতীয় বংশোদ্ভূত প্রীত ভরারা ভিসা আবেদনের সময় তথ্য বিকৃতির অভিযোগে দেবযানীকে গ্রেফতার করেন। এক ভারতীয় কর্মচারী দেবযানীর বাড়িতে পরিচারক ও বেবিসিটারের কাজ নিযুক্ত হওয়ার জন্য ভিসার আবেদন করেন। সেই আবেদনেই তথ্য বিকৃতির অভিযোগ আনা হয়েছে।
একটি আদালতে দেবযানীর বিরুদ্ধে ভুয়ো পাসপোর্ট ও অন্য আদালতের তাঁর বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ আনা হয়েছে।
কর্মরত অবস্থায় দেবযানী খোবরাগাড়ে গ্রেফতার হওয়ার পর ভারতীয় দূতাবাস থেকে মার্কিন সরকারের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এই ঘটনা প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে ``মার্কিনি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সম্পূর্ণ সহনশীলতার সঙ্গে বিষয়টি দেখা হবে।``