টাইটানিকের সেই ভায়োলিন নিলামে বিক্রি ৯ কোটিতে
টাইটানিক ডোবার সময় বাজানো হচ্ছিল এই ভায়োলিনটা। টাইটানিক জাহাজ থেকে উদ্ধার করা সেই বিরল ভায়োলিন শনিবার লন্ডনে ৯ লাখ পাউন্ডে নিলামে বিক্রি হল। ভারতীয় মুদ্রায় সেই ভায়োলিন বিক্রি হল ৯ কোটি টাকায়। টাইটানিক ডুবে যাবার সময়ে যে ভায়োলিনগুলো বাজানো হয়েছিল এটি সেগুলোর মধ্যেই একটি।
টাইটানিক ডোবার সময় বাজানো হচ্ছিল এই ভায়োলিনটা। টাইটানিক জাহাজ থেকে উদ্ধার করা সেই বিরল ভায়োলিন শনিবার লন্ডনে ৯ লাখ পাউন্ডে নিলামে বিক্রি হল। ভারতীয় মুদ্রায় সেই ভায়োলিন বিক্রি হল ৯ কোটি টাকায়। টাইটানিক ডুবে যাবার সময়ে যে ভায়োলিনগুলো বাজানো হয়েছিল এটি সেগুলোর মধ্যেই একটি।
ডুবন্ত টাইটানিকের অসহায়, ভয়ার্ত ও মৃত্যুকে চোখের সামনে দেখতে থাকা যাত্রীদেরকে শান্ত রাখার জন্যে ভায়োলিন বাজানো হয়েছিল। জেমস ক্যামেরনের‘টাইটানিক’ সিনেমায় বাস্তবের বেদনা বোঝাতে এই ভায়োলিনকে ব্যবহার করা হয়েছিল।
শনিবার এই ভায়োলিনটিকে লন্ডনের এক নিলামে তোলা হয়। নিলামে তোলার মাত্র ১০ মিনিটের মধ্যেই প্রায় ৯ কোটি টাকায় বিক্রি হয়ে যায় ভায়োলিনটি।
এই ভায়োলিনটির বাদক ছিলেন ওয়ালেস হার্টলি, যিনি টাইটানিকের অধিকাংশ যাত্রীদের সঙ্গে আটলান্টিকে তলিয়ে যান।
ভায়োলিনটির ক্রেতা একজন বৃটিশ। নিলাম আহ্বানকারী সংস্থার প্রধান অ্যালান অ্যালব্রিজ জানান, টাইটানিকের বিভিন্ন স্মৃতির মধ্যে এটা একটি বিরল ও অত্যন্ত হৃদয়স্পর্শী জিনিস।