এক ঝলকে বিশ্বের তিনটি খবর

Updated By: Jan 29, 2016, 11:45 AM IST
এক ঝলকে বিশ্বের তিনটি খবর

ওয়েব ডেস্ক: জাপানের ইয়োকাহামা ছোট্ট চিন। সেই আঠেরোশো পঞ্চাশের দশক থেকে চিনের মানুষরা এখানে বসবাস শুরু করেন। এরপর থেকে জাপানের এই ছোট্ট অঞ্চলে উত্সবে পরিণত হয়েছে চিনের নববর্ষ। এবারও সেজে উঠেছে ইয়োকাহামা। প্রতি বছরই প্রচুর পর্যটক এ সময় ভিড় করেন ইয়োকাহামায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সব মিলিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি এখন তুঙ্গে।

এখনও বেশ কয়েকদিন পর ভ্যালেন্টাইন্স ডে।  তার আগেই টোকিওর হিবিয়া পার্কে জমজমাট অনুষ্ঠান। চিত্কার করে ভালবাসা জানানোর হিড়িক পড়ে গেল। সকলেই গলা হাঁকালেন তাঁদের ভালবাসার জন্য। স্ত্রীর একটু টুকরো হাসির জন্য। স্টেজে উঠে যাঁরা চেঁচালেন, তাঁদের মধ্যে অবশ্য সবাই বিবাহিত নন। ভালবাসার কথা তাঁরা জানালেন, তাঁদের ভবিষ্যতের স্ত্রীর জন্য।

মহাকাশেই স্মরণ। স্পেস শার্টেল চ্যালেঞ্জার ধ্বংসের দিনটিকে স্মরণ অনুষ্ঠান হল মহাকাশে। উনিশশো ছিয়াশি সালে ছয় মহাকাশচারী ও এক শিক্ষকের মৃত্যু হয় চ্যালেঞ্জার ধ্বংসের ফলে। নাসার কেনেডি স্পেস সেন্টারে তাঁদেরই স্মরণ করলেন মহাকাশবিজ্ঞানীরা।

 

.