এবার হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার হুমকি দিল আইসিস
এবার হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার হুমকি দিল আইসিস। নয়া ভিডিও বার্তায় ফ্রান্স ও আমেরিকায় আরও মানববোমা ও জঙ্গি হানার হমকি দিয়েছে তারা। সিরিয়ায় আইসিসের ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরুর পরই প্রত্যাঘাতে হুমকি দিতে শুরু করে ইসলামিক স্টেট।
![এবার হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার হুমকি দিল আইসিস এবার হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার হুমকি দিল আইসিস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/20/45429-whitehouse20-11-15.jpg)
ওয়েব ডেস্ক: এবার হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার হুমকি দিল আইসিস। নয়া ভিডিও বার্তায় ফ্রান্স ও আমেরিকায় আরও মানববোমা ও জঙ্গি হানার হমকি দিয়েছে তারা। সিরিয়ায় আইসিসের ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরুর পরই প্রত্যাঘাতে হুমকি দিতে শুরু করে ইসলামিক স্টেট।
পর পর দুদফায় ভিডিও বার্তাও প্রকাশ করে তারা। প্যারিস হামলার এক সপ্তাহের মধ্যেই ফের আইসিসের নয়া ভিডিও বার্তা নতুন করে উদ্বেগ বাড়াল ফ্রান্স ও মার্কিন প্রশাসনের। ওই ভিডিও বার্তায় বলা হয়েছে, আমেরিকাকে তৈরি থাকতে। যেকোনও দিন সুযোগ মতো হোয়াইট হাউস উড়িয়ে দিয়ে নিজেদের ক্ষমতা জাহির করবে তারা।