ট্রাম্পের শাসনের মেয়াদ বৃদ্ধির দাবিতে ওয়াশিংটনের পথে ট্রাম্প সমর্থকেরা
চলল গুলি, আহত ১; ছুরিবিদ্ধ হয়ে জখম ৪
নিজস্ব প্রতিবেদন: প্রথম থেকেই নির্বাচনের রায় মেনে নিতে অনীহা বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন কথা বলেছেন। তবে সম্প্রতি শোনা যাচ্ছিল, হোয়াইট হাউস ছাড়ার কথা ভাবছেন ট্রাম্প। কিন্তু ছন্দপতন তার মধ্যেই। এ বার লালটুপি পরে পথে নেমে পড়লেন ট্রাম্পের অনুগামীরা।
এদিকে তাঁদের মিছিলের বিরোধিতায় পথে নামলেন বিরোধীদের একাংশও। শুরু হয় দু'পক্ষের সংঘর্ষ। চলল গুলি। আহত হলেন এক জন। ছুরিবিদ্ধ হয়ে জখম হলেন আরও চার জন।
হোয়াইট হাউসের অদূরে ফ্রিডম প্লাজায় হাজারেরও বেশি ট্রাম্পপন্থী জমায়েত হন। মাথায় লাল টুপি, জামায় 'ট্রাম্প ২০২৪' লেখা ব্যাজ পরেও পথে নামেন কেউ কেউ। মাসখানেক আগেও হাজারদশেক ট্রাম্প সমর্থক রাস্তায় নেমেছিলেন। সেই দিনের তুলনায় এ দিনের মিছিল অবশ্য খানিকটা বর্ণহীন। একই রকম মিছিলের ছবি দেখা গিয়েছে আটলান্টা, মিনেসোটা, নেব্রাস্কা, আলাবামাতেও।
কী চাইছেন ট্রাম্প?
সংশ্লিষ্ট রাজনৈতিক মহল বলছে, তিনি আসলে ভেবে রেখেছিলেন, আইনকে হাতিয়ার করে নিজের মসনদ অক্ষুণ্ণ রাখবেন। কেননা, সুপ্রিম কোর্টের তিন বিচারপতি-সহ দু'শোরও বেশি বিচারপতিকে মনোনয়ন দিয়েছিলেন ট্রাম্প। শুধু তাই নয়, ট্রাম্প ইঙ্গিতও দিতেন, ভোটে কাঙ্ক্ষিত ফলাফল না-হলে বিচারবিভাগকে পাশে নিয়েই মসনদ দখল করবেন। প্রমাণ আরও আছে। সাম্প্রতিক এক টুইটে ট্রাম্প লেখেন, আমেরিকার ইতিহাসে সব চেয়ে বড় নির্বাচনী জালিয়াতি থেকে দেশকে বাঁচানোর সুযোগ রয়েছে সুপ্রিম কোর্টের।
কিন্তু এখন বিচারপতিরাই বিভিন্ন প্রদেশে ট্রাম্প অনুগামীদের করা নির্বাচনী ফলাফল খারিজের মামলা খারিজ করে দিচ্ছেন!
also read: জলবায়ুতে জরুরি অবস্থার ডাক দিলেন জাতিসঙ্ঘের মহাসচিব