টেস্ট ড্রাইভের নামে গাড়ি নিয়ে গিয়ে মালিকের কাছে টাকা দাবি করল আগন্তুক!

একই ভঙ্গিতে ওই আগন্তুক এর আগেও গাড়ি চুরির ঘটনায় নাম জড়িয়েছেন।

Updated By: Apr 18, 2021, 03:58 PM IST
টেস্ট ড্রাইভের নামে গাড়ি নিয়ে গিয়ে মালিকের কাছে টাকা দাবি করল আগন্তুক!

নিজস্ব প্রতিবেদন: টেস্ট ড্রাইভের নাম করে এক ধূর্ত ব্যক্তি ওয়েস্ট মিডল্যান্ডসের এক ব্যক্তির গাড়ি চুরি করে। এর পরই তিনি টাকা দাবি করেন গাড়ির মালিকের কাছে।  

বছর সাতাশের Jake Bateson একজন  Autotrader।  ১২ এপ্রিলে এক ব্যক্তি Jake-কে বলেন জেক তাঁর গাড়ি একটা টেস্ট ড্রাইভের (car test) জন্য তাঁকে দেবেন কিনা! কোনও কিছু না ভেবেই জেক আগন্তুককে তাঁর গাড়ির চাবি (key) দিয়ে দেন। কিন্তু তার পরেই তাঁর চটক ভাঙে। তিনি দ্রুত বুঝে নেন তাঁর গাড়িটা চুরি হতে চলেছে। ওই ভদ্রলোক গাড়ি ফিরিয়ে দেওয়ার আগে জেকের কাছে ৫১ হাজার টাকা দাবি করে! জেকের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে গাড়ি-চোর তার ডিলিংস করে। 

আরও পড়ুন: প্লাস্টিকের হ্রদ! আতঙ্ক জাগাচ্ছে বলিভিয়ার Uru Uru lake

ঘটনাচক্রে একই জিনিস ওই ব্যক্তি আর এক ব্যক্তির সঙ্গেও করে। তিনি আবার ওই জেকের বন্ধু। দুই বন্ধুই একই ঘটনার মুখোমুখী হয়ে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। তাঁরা খুবই দুঃখিতচিত্তে জানান, সরল মনে কাউকে বিশ্বাস করে এ কী ব্যবহারের মুখোমুখী হওয়া! কী করে ভাবব, একজন সব সময় চারদিকে মিথ্যার জাল বুনছে! কেন মানুষ সম্বন্ধে এত সন্দিহান হতে হবে? 

জেক বলেন, তাঁর হয়তো ওই আগন্তুকের ড্রাইভিং লাইসেন্স (driving licence) দেখতে চাওয়া উচিত ছিল, কিন্তু তাঁর মনে হয়নি।

আরও পড়ুন: মিলল ব্রোঞ্জযুগের লিপি! খুলে গেল ইতিহাসের নতুন দরজা

.