এক জাদুকরী শিশুর গল্প

চোখে জল এনে দেওয়ার মতো ঘটনা। আপনি যদি মন থেকে অনুভব করেন, তাহলে আপনার চোখে জল আসতে বাধ্য।

Updated By: Apr 3, 2016, 11:46 AM IST
এক জাদুকরী শিশুর গল্প

ওয়েব ডেস্ক: চোখে জল এনে দেওয়ার মতো ঘটনা। আপনি যদি মন থেকে অনুভব করেন, তাহলে আপনার চোখে জল আসতে বাধ্য।

জানুয়ারীতে বিশ্বপ্রেমিক আনজা রিংগ্রেন লাভেন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। সেই ছবিতে দেখা যাচ্ছে একটি মারাত্মক অপুষ্ট শিশুকে জল আর বিস্কুট খাওয়াচ্ছেন। নাইজিরিয়ায় রাস্তায় ঘুরে বেড়ানো শিশুটি অত্যন্ত রকমের অপুষ্ট। বিশ্বপ্রেমিক লাভেন সেই ২ বছরের শিশুটিকে সঙ্গে নিয়ে যান। তার নাম রাখেন হোপ। এখানেই শেষ নয়, শিশুটিকে তিনি নিয়ে গিয়ে চিকিত্‌সা করান।

এরপর একজন 'এইড কর্মী' শিশুটিকে দত্তক নেন। শিশুটিকে এখন আফ্রিকান চিলড্রেনস এইড এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে রাখা হয়েছে। সেখানে সে তারই মতো আরও ৩৫ জন ভাই বোনের সঙ্গে বেশ মজাতেই রয়েছে। তাদের সঙ্গে সে খেলা করে, পড়াশোনা করে। ৩ মাস পর আবার সেই শিশুটির ছবি সোশ্যাল মিডিয়ায় দেন লাভেন। এখন শিশুটিকে দেখলে চেনা সম্ভব নয়। এতটাই পরিবর্তন এসেছে শিশুটির চেহারায়।

.