ওয়েব ডেস্ক: উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার ফলে চিনের রাস্তায় দেখা গেল বড় ফাটল। পরীক্ষার কারণে চিনের বেশ কয়েকটি স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই কম্পনের ভিডিও প্রকাশ করে চিনের প্রশাসন। এমনকি ওই এলাকার অনেক খেলার মাঠে ফাটলও দেখা গেছে। ভূমিকম্পের সময় আশপাশের সব বাড়ি থেকে নিচে নেমে আসেন সেখানকার বাসিন্দারা। যদিও চিনের এই এলাকাগুলো উত্তর কোরিয়ার বিস্ফোরণস্থল থেকে অন্তত ১০০ মাইল দূরে অবস্থিত।

গতকাল, উত্তর কোরিয়ার চালানো এই পরীক্ষার কারণে ৫. ১ মাত্রার ভূমিকম্প হয়। চীনের পূর্বাঞ্চলের ইয়ানজি প্রদেশের একটি মহাসড়কে ভূমিকম্পের সময়কার একটি ভিডিওচিত্রে দেখা যায়, বিস্ফোরণের ফলে পুরো এলাকাটি কাঁপছে।

অস্ট্রেলিয়ার বিস্ফোরক ও অস্ত্র বিশেষজ্ঞ ক্রিসপিন রোভারে বলেন, হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটালে যেমন ভূকম্পন হয়, ঠিক তেমনটিই দেখা গেছে উত্তর কোরিয়ায়। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশটি দ্বিতীয় মাত্রার হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।

English Title: 
The North Korea hydrogen bomb earthquake!
News Source: 
Home Title: 

উত্তর কোরিয়ার হাইড্রোজেন বিস্ফোরণের ধাক্কায় ফাটল চিনের রাস্তায়!

উত্তর কোরিয়ার হাইড্রোজেন বিস্ফোরণের ধাক্কায় ফাটল চিনের রাস্তায়!
Yes
Is Blog?: 
No