Birth of New Suns: নতুন সূর্যের খোঁজ দিল জেমস ওয়েব টেলিস্কোপ! আমাদের সৌর জগতের কী হবে?
Birth of New Suns: এনজিসি ৫০৬৮ গ্যালাক্সিতে দেখা গিয়েছে এই নতুন সূর্য। পৃথিবী থেকে ২০০ লক্ষ আলোকবর্ষ দূরে এই নতুন সূর্যদের খোঁজ মিলেছে। নক্ষত্র কী ভাবে তৈরি হয়ে উঠছে মূলত এটা দেখার জন্য আদর্শ এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। অনেক কাজের পাশাপাশি এই কাজটাও করে চলেছে সে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহু দূরে, মহাকাশের হিসেবে যে দূরত্ব অবশ্য সাংঘাতিক কিছু নয়, সেই রকম দূরত্বে খোঁজ মিলল নতুন কিছু সূর্যের। খোঁজ পেল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope)। যেখানে খোঁজ মিলেছে সেটি হল এনজিসি ৫০৬৮ গ্যালাক্সি (galaxy NGC 5068)। ধুলো ও উজ্জ্বল কিছু তারার সমাহার এই গ্যালাক্সি। এই গ্যালাক্সিটি ২০ মিলিয়ন বা ২০০ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত।
আরও পড়ুন: World Environment Day: এ বছরের বিশ্ব পরিবেশ দিবস হল প্লাস্টিকের সঙ্গে সম্মুখ সমর! মানুষ কি জিতবে?
তবে শুধু তারার জন্মই নয়, গোটা গ্যালাক্সিও কীভাবে একটু-একটু করে তৈরি হয়ে ওঠে, সেটাও আস্তে আস্তে প্রকাশ করছে জেমস ওয়েব। তারা বা ছায়াপথ গড়ে ওঠার এই সব তথ্য বিজ্ঞানীদের হাতে এলে মহাকাশ বিজ্ঞানটা আরও ব্যাপক ও আরও তথ্যসমৃদ্ধ একটা বিষয় হয়ে উঠবে। যা আদতে আমাদের নানা ভাবে সাহায্য করবে।
জানা গিয়েছে, জেমস ওয়েব একসঙ্গে অন্তত ১৯টি স্টার-ফর্মিং গ্যালাক্সির ছবি তুলে চলেছে। এর আগে হাবল টেলিস্কোপ যেসব স্টার ক্লাস্টারের ছবি তুলেছে সেসবের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে জেমস ওয়েবের ছবি। হাবল সন্ধান পেয়েছিল ১২ হাজার 'ডার্ক ডেন্স মলিকিউলার ক্লাউডে'র। সেসব নিয়েও তথ্যসংগ্রহ ও পর্যালোচনা চলছে। জ্যোতির্বিদেরাও এই সব তথ্য নিয়ে নিজেদের গবেষণা এগিয়ে নিয়ে যাচ্ছেন।
নতুন এই উদ্ভাবনগুলি মহাকাশ বিজ্ঞানকে নানা ভাবে সাহায্য করছে। সাহায্য করবেও। আপাতত নতুন এই সূর্য-সমাহার নিয়ে কী করবে নতুন ছায়াপথ? সে কি ক্রমে আমাদের সৌরজগতের গায়ে এসে পড়বে? আগামী দিনে আর নতুন কী বেরোবে?