দুর্বলচিত্ত হলে এই ভিডিওটি আপনি একদম দেখবেন না!
'ও মা গো!' একটা CCTV ফুটেজ। আর সেই ফুটেজ দেখে একজন মায়ের প্রথম প্রতিক্রিয়া এটাই। দুহাত দিয়ে চোখ ঢেকে বসে পড়েন তিনি। এটা কী করছে তাঁর ১৫ মাসের সন্তানকে নিয়ে? ব্যাপারটা একটু খোলসা করা যাক।
![দুর্বলচিত্ত হলে এই ভিডিওটি আপনি একদম দেখবেন না! দুর্বলচিত্ত হলে এই ভিডিওটি আপনি একদম দেখবেন না!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/04/56895-pay-nanny-hitting-baby1.jpg)
ওয়েব ডেস্ক : 'ও মা গো!' একটা CCTV ফুটেজ। আর সেই ফুটেজ দেখে একজন মায়ের প্রথম প্রতিক্রিয়া এটাই। দুহাত দিয়ে চোখ ঢেকে বসে পড়েন তিনি। এটা কী করছে তাঁর ১৫ মাসের সন্তানকে নিয়ে? ব্যাপারটা একটু খোলসা করা যাক।
কাজে ব্যস্ত। তাই সন্তানের দেখভালের জন্য একজন গভর্নেস রেখেছিলেন। আশা করেছিলেন, তাঁর অবর্তমানে ও গভর্নেসই সন্তানের দেখভাল করবেন। যত্ন করবেন। ফলে তাঁর সন্তানের কোনও ক্ষতি হবে না। কিন্তু CCTV ক্যামেরায় গভর্নেসের যে মূর্তি ধরা পড়ল, তা দেখেই আর্তনাদ করে ওঠেন মা। বাচ্চা সামলানোর নামে তাঁর দেড় বছরের সন্তানকে মেরেধরে, ছুঁড়ে ফেলে একাকার করছেন গভর্নেস মুটিয়া, বয়স ২৩।
দেখুন সেই CCTV ফুটেজটি-