Afghanistan: 'লড়াই জারি রয়েছে', Taliban-দের Panjshir দখলের দাবি ওড়ালেন Massoud
সুরক্ষিত রয়েছেন আহমেদ মাসুদ, দাবি National Resistance Front-এর।
নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানের শেষ স্বাধীন প্রদেশ পঞ্জশির (Panjshir) তাদের দখলে। এমনটাই দাবি করেছে তালিবান (Taliban)। যদিও প্রতিরোধ বাহিনীর এখনও পুরোপুরি ক্ষমতা দখল করতে পারেনি জেহাদিরা। প্রতিরোধ বাহিনীর প্রধান আহমেদ মাসুদ (Ahmad Massoud) টুইটে জানালেন, "এখনও 'লড়াই জারি রয়েছে'"।
টুইটে প্রতিরোধ বাহিনীর প্রধান লেখেন, "আশা করি আরও একবার আমরা পঞ্জশিরকে প্রতিরোধ বাহিনীর হাত থেকে রক্ষা করতে পারব। National Resistance Front-এর হাতে হাজার হাজার তালিবান (Taliban) মারা গিয়েছে। পঞ্জশিরের দরজায় দাঁড়িয়ে তালিবান (Taliban)। এখনও 'লড়াই জারি রয়েছে।" তালিবানরা (Taliban) পঞ্জশির দখলের দাবি করার পরই আহমেদ মাসুদ (Ahmad Massoud)-এর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে এরপর National Resistance Front-এর মুখপাত্র আলি নাজারি (Ali Nazary) বলেন, "আমার নেতা এবং ভাই আহমেদ মাসুদ সুরক্ষিত আছেন। শীঘ্রই উনি অনুগামীদের উদ্দেশ্যে উনি নিজের বক্তব্য পেশ করবেন।"
আরও পড়ুন: Taliban: অশান্ত পঞ্জশির! ক্ষমতা দখলের দাবি তালিবানের, মানতে নারাজ বিরোধীরা
Once again, we are almost about to clean Panjshir from the Taliban; hundreds of Taliban have been killed by #NRF. Right now, the Taliban are in at the gate of #Panjshir and the fight is going on.
— Ahmad Massoud (@AhmadMasoodShah) September 6, 2021
আরও পড়ুন: Afghanistan Crisis: মেয়েদের জন্য 'সচ্চরিত্র বৃদ্ধ শিক্ষকে'র নিদান তালিবানের
১৫ অগাস্ট কাবুল দখলের পর, ধীরে ধীরে আফগানিস্তান (Afghanistan) দখল করতে পারলেও পঞ্জশিরে (Panjshir) আধিপত্য বিস্তার করতে পারেনি তালিবান (Taliban)। দুর্গম পার্বত্য উপত্যকায় লড়াই চালিয়ে যান আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ (Former Vice President Amrullah Saleh), আহমেদ মাসুদ ও তাঁদের দলবল। পঞ্জশির প্রদেশে তালিবানদের সঙ্গে যুদ্ধ জারি রাখে নর্দান অ্যালায়েন্স।