হিরোশিমা দিবসে আজও কান্না আর লড়াইয়ের শপথ বিশ্বজুড়ে

আজ হিরোশিমা দিবস। ১৯৪৫ আজকের দিনেই মার্কিন বোমারু বিমান থেকে পরমাণু বোমা আছড়ে পড়েছিল জাপানের এই শহরে। আর তিন দিন পর অর্থাত্‍ ৯ অগাস্ট পরমাণু বোমা ফেলা হয়েছিল নাগাসাকিতে। মার্কিন সেনার এই হামলার পর জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং যবনিকা পড়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে।

Updated By: Aug 6, 2013, 09:53 AM IST

আজ হিরোশিমা দিবস। ১৯৪৫ আজকের দিনেই মার্কিন বোমারু বিমান থেকে পরমাণু বোমা আছড়ে পড়েছিল জাপানের এই শহরে। আর তিন দিন পর অর্থাত্‍ ৯ অগাস্ট পরমাণু বোমা ফেলা হয়েছিল নাগাসাকিতে। মার্কিন সেনার এই হামলার পর জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং যবনিকা পড়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে।
উপর্যুপরি এই দুটি হামলায় জাপানের দুটি শহরে প্রায় দু লক্ষ মানুষ মারা গিয়েছিলেন। এবং তারও পরে পারমাণবিক বিকিরণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। অঙ্গহানি, বিকলাঙ্গ হওয়ার মতো ঘটনা ঘটেছে বহু।
বহু শিশু জন্মেছে বিকৃতি নিয়ে। এই ধরনের ঘটনা চলেছে ১৯৪৫ বহু বছর পরেও। এখন সারা বিশ্বে হিরোশিমা দিবস পালন করা হয় যুদ্ধ এবং পরমাণু বিস্ফোরণ-বিরোধী দিন হিসেবে। নীরবতা পালন করে, মন্দিরে ঘণ্টা বাজিয়ে, নদীতে মোমবাতি ভাসিয়ে শোক এবং শ্রদ্ধাজ্ঞাপন করেন মানুষ।

.