সৌভাগ্যের প্রতীক বিড়ালকে দেখতে আসছে দুনিয়ার পর্যটকরা!

আপনি কি বিড়াল খুব ভালোবাসেন? বাড়িতেও পোষেন? অথবা অপছন্দও করতে পারেন। সে, আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মুহূর্তে একটি বিড়াল 'সৌভাগ্যের প্রতীক' হয়ে উঠেছে। বিড়ালটি দুনিয়ার পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Updated By: Feb 23, 2016, 06:05 PM IST
 সৌভাগ্যের প্রতীক বিড়ালকে দেখতে আসছে দুনিয়ার পর্যটকরা!

ওয়েব ডেস্ক: আপনি কি বিড়াল খুব ভালোবাসেন? বাড়িতেও পোষেন? অথবা অপছন্দও করতে পারেন। সে, আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মুহূর্তে একটি বিড়াল 'সৌভাগ্যের প্রতীক' হয়ে উঠেছে। বিড়ালটি দুনিয়ার পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এবার বলি, এই বিড়ালটির নাম হাচি। আর এই বিড়ালটি জাপানের। কেন এর নাম হাচি? বা হাচি মানে কী সেটাও জেনে নিন। হাচি মানে হল, আট। এই বিড়ালটির দুটো ভ্রু রয়েছে। আর এই ভ্রুদুটির জন্যই এই বিড়ালটি এত জনপ্রিয় হয়ে উঠেছে! ২০১১-র সেই ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামির পরের মাসেই জন্ম হয়েছিল হাচির। সেই বিড়ালটি এখন রয়েছে ওইচি মিডিয়ার অফিসে তাঁর এডিটরের কাছে। আর সেখানকার কর্মীরা বলছেন, হাচি আসার পর থেকে সবকিছুই শুভ-শুভ ঘটছে সেখানে।

.