পেশোয়ারে বিস্ফোরণ, মৃত ২, আহত ১৯

আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তানের পেশোয়ারে দু`জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৯ জন। সোমবার সকালে ইউনাইটেড নেশনের উদ্বাস্তু সংস্থার কাছে বিস্ফোরণটি হয়।

Updated By: Sep 3, 2012, 04:29 PM IST

আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তানের পেশোয়ারে দু`জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৯ জন। সোমবার সকালে ইউনাইটেড নেশনের উদ্বাস্তু সংস্থার কাছে বিস্ফোরণটি হয়।
পুলিস জানিয়েছে, মার্কিন দূতাবাসের একটি গাড়িই বিস্ফোরণের লক্ষ্য ছিল। পেশোয়ারের ইউনিভার্সিটি শহরের আবধারা রোডে ওই গাড়িটি আততায়ীদের নিশানা হয়। ঘটনাস্থলেই দু`জনের মৃত্যু হয়। আহতের মধ্যে দুই বিদেশী নাগরিক রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও দু`জন মহিলা ও দু`জন শিশু গুরুতর ভাবে জখম হয়েছেন। তবে মৃতদের সকলের পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনাস্থল থেকে একটি পুরে যাওয়া পাসপোর্ট উদ্ধার করেছে পুলিস। অবশ্য মার্কিন দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, পেশোয়ারের বিস্ফোরণে মৃতদের মধ্যে কোনও মার্কিন নাগরিক নেই।
স্থানীয় বম্ব স্কোয়ার্ড তরফে জানানো হয়েছে, নাশকতায় ১১০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। বেশ কয়েকটি গাড়ি ও আশপাশের বেশ কিছু বাড়ি বিস্ফোরণে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার পেশোয়ারের একটি বাজারে গাড়ি বোমা বিস্ফোরণে ১৯ জনের মৃত্যু হয়েছিল।

.