কাবুলে আফগানিস্তানের নির্বাচন কমিশনের হেডকোয়ার্টারে হামলা করল তালিবানি জঙ্গিরা

আফিগানিস্তানের কাবুলে নির্বাচন কমিশনের অফিসে হামলা করল তালিবান জঙ্গিরা। আফগানিস্তানের সাধারণ নির্বাচনের এক সপ্তাহ আগে শনিবারের এই হামলা আরও একবার প্রমাণ করে দিল সে দেশে তালিবানি জঙ্গিদের বাড়বাড়ন্ত ও সামগ্রিক সুরক্ষার অভাবের চিত্রটা। হত কয়েকদিন ধরেই কাবুলে একের পর এক রক্তক্ষয়ী জঙ্গি আক্রমণ চলছে।

Updated By: Mar 29, 2014, 06:57 PM IST

আফিগানিস্তানের কাবুলে নির্বাচন কমিশনের অফিসে হামলা করল তালিবান জঙ্গিরা। আফগানিস্তানের সাধারণ নির্বাচনের এক সপ্তাহ আগে শনিবারের এই হামলা আরও একবার প্রমাণ করে দিল সে দেশে তালিবানি জঙ্গিদের বাড়বাড়ন্ত ও সামগ্রিক সুরক্ষার অভাবের চিত্রটা। হত কয়েকদিন ধরেই কাবুলে একের পর এক রক্তক্ষয়ী জঙ্গি আক্রমণ চলছে।

সেনা বাহিনী দ্রুত ঘটনা স্থলে ছুটে যায়। কমিশনের অফিসের কাছেই একটি বহুতল থেকে সেনাদের উদ্দেশ্যে গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা।

সেনার তরফে জানানো হয়েছে জঙ্গিদের সঙ্গে এখনও গুলির লড়াই চলছে। নির্বাচন কমিশনের অফিস চত্বরে বিস্ফোরণও ঘটিয়েছে জঙ্গিরা। তবে জানানো হয়েছে কমিশনের কার্যরত সমস্ত কর্মীকে নিরাপধ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত এই হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এক তালিবান মুখপাত্র টুইট করে এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে।

চলতি সপ্তাহের মঙ্গলবার কাবুলে নির্বাচন কমিশনের আর এক অফিসে তালিবান আত্মঘাতী জঙ্গি হামলায় পাঁচ জন প্রাণ হারান।

.