Pornhub-এ অঙ্ক শেখান এই শিক্ষক, আয় শুনলে মাথা ঘুরে যাবে

দেখুন ভিডিও।

Updated By: Oct 26, 2021, 02:34 PM IST
Pornhub-এ অঙ্ক শেখান এই শিক্ষক, আয় শুনলে মাথা ঘুরে যাবে

নিজস্ব প্রতিবেদন: সব শিক্ষকেরই শিক্ষাদানের নিজস্ব কিছু কায়দা বা পদ্ধতি থাকে। তাঁর পড়ানো যাতে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় লাগে সেই চেষ্টাই তাঁরা করেন। বিশেষ করে সেটা যদি অনলাইন ক্লাস হয়। কারণ সেখানে ছাত্রছাত্রীদের আগ্রহ ধরে রাখাটাই প্রধান বিষয়। তবে তাইওয়ানের একজন শিক্ষক (Taiwanese Math Teacher) যা করেছেন, তা সকলকে ছাপিয়ে গিয়েছে।

কারণ, তিনি ছাত্রছাত্রীদের অঙ্ক শেখান (Taiwanese Math Teacher) পর্নগ্রাফি ওয়েবসাইটে(Porn Website)। অবাক হলেও এটাই সত্যি! এখন পর্যন্ত প্রায় ২০০টা ভিডিও তিনি শেয়ার করেছেন।

চাংঘসু (Changhsu) অঙ্ক স্নাতকোত্তর পাশ করেছেন। বর্তমানে অনলাইনে ক্লাস করা এবং তাইওয়ানের একটি স্কুলেও পড়ান। প্রথমে ইউটিউবে নিজের অঙ্কের ক্লাসের (Taiwanese Math Teacher) ভিডিও আপলোড করতেন তিনি। পরে আরও বড় সংখ্যাক দর্শকের কাছে পৌঁছোনর জন্য পর্নহাবে (Pornhub) অঙ্কের ক্লাসের ভিডিও (Taiwanese Math Teacher) আপলোড করতে শুরু করেন তিনি।

আরও পড়ুন: WT20, IND vs PAK: পাকিস্তানের জয়কে 'ইসলামের জিত' বলে বিতর্কে ইমরানের মন্ত্রী

আরও পড়ুন: Last Chandra Grahan 2021: কবে কখন কোথা থেকে দেখা যাবে বছরের শেষ চন্দ্রগ্রহণ

এই অদ্ভুত সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি সংবাদমাধ্যমকে জানান, পর্ন ওয়েবসাইটে (Porn Website) একটা বড় সংখ্যক মানুষের আনাগোনা থাকে। সেই মানুষদের কাছে পৌঁছে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত।

কেবল পর্নহাব (Pornhub) নয়, চাংঘসু (Changhsu) জানান, অন্যান্য পর্ন সাইটেও নিজের অঙ্কের ক্লাসের (Taiwanese Math Teacher) ভিডিও তিনি আপলোড করে থাকেন। যেমন  XVideos, NXNN। পর্নহাবে (Pornhub) তাঁর চ্যানেলের নাম ‘changhsumath666’।

চাংঘসু (Changhsu) বলেন, "পর্নহাব (Pornhub) আমার ভিডিও দেখতে পাওয়া যায়। কেউ চাইলে আমার অঙ্ক ক্লাসের (Math Class) ভিডিও কিনতেও পারেন।" জানা গিয়েছে, বছরে প্রায় ৭৫ লক্ষ তাইওয়ান ডলার (২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার) আয় করেন এই অঙ্কের শিক্ষক (Taiwanese Math Teacher)।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.