নিজেকে মোদীর সঙ্গে তুলনা করে ভারতে সন্ত্রাস চালানোর কথা কবুল সালাউদ্দিনের

ভারতে সন্ত্রাসবাদী আক্রমণ চালানোর চেষ্টা এখনও করছি, স্বীকার করল আমেরিকা কর্তৃক আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকাভূক্ত হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিন। এখানেই থামেনি সালাউদ্দিন, এক পা এগিয়ে পরোক্ষে নিজেকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একাসনেও বসিয়েছে সে। একটি পাক টেলিভিশন চ্যানেলের সাক্ষাতকারে হিজবুল প্রধান বলে, ভারত এখনও তাদের লক্ষ্য এবং এদেশে তাদের প্রচুর সমর্থক রয়েছে। আর, ভারতে সন্ত্রাস চালানোর জন্য আন্তর্জাতিক বাজার থেকে তার সংগঠন যথেষ্ট পরিমানে অস্ত্রও কেনে। এরপরই আমেরিকা কর্তৃক জঙ্গি তালিকাভূক্ত হওয়ার প্রসঙ্গ উঠতেই সালাউদ্দিন বলে, ২০০৫ সালে গুজরাট দাঙ্গার কারণে নরেন্দ্র মোদীকেও আমেরিকা 'কালো তালিকাভূক্ত' করে। আর এখন সেই মোদীকেই তারা 'লাল কার্পেটে' অভ্যর্থনা জানাচ্ছে। অর্থাত্, প্রকারন্তরে সে যে আমেরিকার এই 'বিশ্ব সন্ত্রাসবাদী তালিকা'কে মোটেই গুরুত্ব দিচ্ছে না সেটা স্পষ্ট। (আরও পড়ুন- "১৫ মাস আগেই সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করি...")

Updated By: Jul 3, 2017, 01:42 PM IST
নিজেকে মোদীর সঙ্গে তুলনা করে ভারতে সন্ত্রাস চালানোর কথা কবুল সালাউদ্দিনের

ওয়েব ডেস্ক: ভারতে সন্ত্রাসবাদী আক্রমণ চালানোর চেষ্টা এখনও করছি, স্বীকার করল আমেরিকা কর্তৃক আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকাভূক্ত হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিন। এখানেই থামেনি সালাউদ্দিন, এক পা এগিয়ে পরোক্ষে নিজেকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একাসনেও বসিয়েছে সে। একটি পাক টেলিভিশন চ্যানেলের সাক্ষাতকারে হিজবুল প্রধান বলে, ভারত এখনও তাদের লক্ষ্য এবং এদেশে তাদের প্রচুর সমর্থক রয়েছে। আর, ভারতে সন্ত্রাস চালানোর জন্য আন্তর্জাতিক বাজার থেকে তার সংগঠন যথেষ্ট পরিমানে অস্ত্রও কেনে। এরপরই আমেরিকা কর্তৃক জঙ্গি তালিকাভূক্ত হওয়ার প্রসঙ্গ উঠতেই সালাউদ্দিন বলে, ২০০৫ সালে গুজরাট দাঙ্গার কারণে নরেন্দ্র মোদীকেও আমেরিকা 'কালো তালিকাভূক্ত' করে। আর এখন সেই মোদীকেই তারা 'লাল কার্পেটে' অভ্যর্থনা জানাচ্ছে। অর্থাত্, প্রকারন্তরে সে যে আমেরিকার এই 'বিশ্ব সন্ত্রাসবাদী তালিকা'কে মোটেই গুরুত্ব দিচ্ছে না সেটা স্পষ্ট। (আরও পড়ুন- "১৫ মাস আগেই সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করি...")

.