জি-২০ সম্মেলনের ৮০০ কিলোমিটার দূরে আত্মঘাতী বিস্ফোরণ তুরস্কে

প্যারিসে জঙ্গি হামলার পর এবার জি-টুয়েন্টি সম্মেলনের মাঝে আত্মঘাতী বিস্ফোরণ তুরস্কে। পুলিসের তল্লাসি অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটনায় এক সন্দেহভাজন আইসিস জঙ্গি। ঘটনাটি ঘটে দক্ষিণ তুরস্কে সিরিয়া সীমান্তের কাছে গাজিয়ানটেপ প্রদেশে।

Updated By: Nov 15, 2015, 07:02 PM IST
জি-২০ সম্মেলনের ৮০০ কিলোমিটার দূরে আত্মঘাতী বিস্ফোরণ তুরস্কে

ওয়েব ডেস্ক: প্যারিসে জঙ্গি হামলার পর এবার জি-টুয়েন্টি সম্মেলনের মাঝে আত্মঘাতী বিস্ফোরণ তুরস্কে। পুলিসের তল্লাসি অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটনায় এক সন্দেহভাজন আইসিস জঙ্গি। ঘটনাটি ঘটে দক্ষিণ তুরস্কে সিরিয়া সীমান্তের কাছে গাজিয়ানটেপ প্রদেশে।

সূত্রের খবর, গাজিয়ানটেপ এলাকার একটি ৬ তলা ফ্ল্যাটে জঙ্গিরা ঘাঁটি বেঁধেছিল বলে খবর আসে পুলিসের কাছে। ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকতে যাওয়ার পরেই বিস্ফোরণ ঘটে। যাতে আহত হয়েছেন ৪ জন পুলিস কর্মী।

বিস্ফোরণে গুরুতর জখম ৪ জন পুলিস কর্মী। এই বিস্ফোরণের আগেই গাজিয়ানটেপে সীমান্তের কাছে ৪ জন সন্দেহভাজন আইসিস জঙ্গিকে গুলি করে মারে তুরস্কের সেনাবাহিনী। জঙ্গিরা দুটি গাড়িতে চেপে সেনা কনভয়ে হামলা চালাতে এসেছিল বলে তুরস্কের সেনা সূত্রে জানানো হয়েছে। গত জুলাই থেকেই তুরস্কে জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকবার আত্মঘাতী বিস্ফোরণও হয়েছে।

প্যারিসে জঙ্গি হামলাআর পরেই রবিবার তুরস্কে শুরু হয়েছে দুদিনের জি-২০ সম্মেলন। সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন সহ বিভিন্ন রাষ্ট্র নায়কেরা। প্যারিসের জঙ্গি হামলার জেরে শুধুমাত্র যোগ দিতে পারেননি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলান্দ।

২০টি দেশের রাষ্ট্র নায়কেরা যেখানে একত্রে মিলিত হয়েছেন সেখানে জঙ্গি নাশকতা রীতিমত কপালে ভাঁজ ফেলেছে প্রশাসনের। নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে তুরস্কে।    

.