অভিবাসন নিষেধাজ্ঞায় ট্রাম্পের পাশে সুপ্রিম কোর্ট
মঙ্গলবার ট্রাম্পের সেই নিষেধাজ্ঞার পক্ষে রায় দিলেন সুপ্রিম কোর্টের ৫ বিচারপতি। প্রবল বাকবিতন্ডার পর বিপক্ষে রায় দেন ৪ বিচারপতি
নিজস্ব প্রতিবেদন: প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বড় সাফল্য ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের ৫ দেশের নাগরিকদের ওপরে জারি করা তাঁর অভিবাসন নিষেধাজ্ঞায় এবার সিলমোহর দিল মার্কিন সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন-‘ঈশ্বরের হাত ছিল’! জয়ের পর আবেগতাড়িত মেসি
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ২০১৭-এর সেপ্টেম্বর মাসে চাদ, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। পরে চাদকে বাদ দেওয়া হয় এই তালিকা থেকে। এ নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা দেশে। হঠাৎ জারি করা নিষেধাজ্ঞায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমান বন্দরে আটকে পড়েন বহু মানুষ। বিষয়টি নিয়ে মামলা গড়ায় আদালত পর্যন্ত। নিম্ন আদালতে হেরে যান ট্রাম্প। শেষপর্যন্ত সেই মামলা যায় সুপ্রিম কোর্টে।
আরও পড়ুন-কড়া নিরাপত্তার মোড়কে শুরু অমরনাথ যাত্রা; টার্গেটে নেই তীর্থযাত্রীরা, দাবি হিজবুলের
মঙ্গলবার ট্রাম্পের সেই নিষেধাজ্ঞার পক্ষে রায় দিলেন সুপ্রিম কোর্টের ৫ বিচারপতি। প্রবল বাকবিতন্ডার পর বিপক্ষে রায় দেন ৪ বিচারপতি। উল্লেখ্য, ডিভিশন বেঞ্চে মোট জুরির সংখ্যা ছিল ৯। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, দেশের নিরাপত্তার কথা মাথায় রাখলে ওই নিষেধাজ্ঞার যথেষ্ট যুক্তি রয়েছে। এরপরই সংখ্যা গরিষ্ঠ বিচারপতির সমর্থনে জয় পায় ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত।
শীর্ষ আদালতের রায় জানার পর ট্রাম্প বলেন, ''সুপ্রিম কোর্টের রায় মার্কিন জনগণের জয়। ওই নিষেধাজ্ঞার ফলে দেশের সীমান্ত নিরাপদ থাকবে।"