আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১০, অধিকাংশই শিশু

নানগরহর প্রদেশের স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র ইনামুল্লাহ মিয়াখেল জানিয়েছেন, বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করাও হয়েছে

Updated By: Jul 10, 2018, 04:00 PM IST
আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১০, অধিকাংশই শিশু
ছবি- রয়টার্স

নিজস্ব প্রতিবেদন: কাবুলে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও-র আচমকা উপস্থিতির দিনেই বড়সড় আত্মঘাতী বিস্ফোরণ। মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। এদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানা গিয়েছে। মঙ্গলবার জালালাবাদের আফগান শহরে এই বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।   

আরও পড়ুন- বিমানবন্দর বিক্রি করতে চাইছে শ্রীলঙ্কা, ভারত কিনলে লাভ কী?

নানগরহর প্রদেশের স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র ইনামুল্লাহ মিয়াখেল জানিয়েছেন, বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করাও হয়েছে। একটি প্রেট্রোল পাম্পের সামনে বিস্ফোরণ ঘটানো হয়। সেখানে যে সব শিশুরা মারা গিয়েছে, তারা গাড়ি পোছার কাজ করত বলে জানান মিয়াখেল।

আরও পড়ুন- সাবমেরিন নিয়ে থাইল্যান্ডের গুহায় পৌঁছে গেলেন স্পেসএক্সের সিইও

প্রসঙ্গত, এ দিন উত্তর কোরিয়া, জাপান সফর সেরে হঠাতই আফগানিস্তানে পৌঁছন মাইক পম্পেও। সাংবাদিক বৈঠকে তালিবান জঙ্গি সংগঠন উদ্দেশ্যে পম্পেও বলেন, আলোচনার মাধ্যমেই শান্তি ফিরে আসবে আফগানিস্তানে। তালিবানকে মূল স্রোতে ফিরে আসার আর্জি জানান তিনি।

আরও পড়ুন- ৮ বছর পর জালে মিলল ৬০০ কেজির কুমির

.