৬৪ বছরের বৃদ্ধের দেহে পুরুষাঙ্গের সফল প্রতিস্থাপন
দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগতে ভুগতে প্রায় সম্পূর্ণ পুরুষাঙ্গটাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এমন অবস্থায় ৬৪ বছরের ওই বৃদ্ধের দেহে পুরুষাঙ্গের সফল প্রতিস্থাপন করা হল। ঘটনাটি মার্কিন মুলুকের।
ওয়েব ডেস্ক : দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগতে ভুগতে প্রায় সম্পূর্ণ পুরুষাঙ্গটাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এমন অবস্থায় ৬৪ বছরের ওই বৃদ্ধের দেহে পুরুষাঙ্গের সফল প্রতিস্থাপন করা হল। ঘটনাটি মার্কিন মুলুকের।
২০১২ সালে ম্যানিংয়ের পেনাইল ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচার করে টিউমার বাদ দেওয়ার পর ম্যানিংয়ের দেহে আর পুরুষাঙ্গ ছিল না বললেই চলে। রক্তের গ্রুপ ও স্কিন কালার ম্যাচ করে এরকম এক মৃতব্যক্তির দেহ থেকে প্রতিস্থাপনের জন্য পুরুষাঙ্গটি নেওয়া হয়। প্রায় ১৫ ঘণ্টা ধরে বস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে চলে অপারেশন। হাসপাতালের তরফে জানানো হয়েছে সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন ওই ব্যক্তি।
এভাবে পুরুষাঙ্গের প্রতিস্থাপন এই নিয়ে বিশ্বে তৃতীয়বার হল। প্রথম পুরুষাঙ্গ প্রতিস্থাপন হয় ২০০৬ সালে। তবে তা সফল হয়নি।