নির্জন দ্বীপে তিনজন, তেত্রিশ দিন শুধু নারকেলেই ক্ষুণ্ণিবৃত্তি
আপৎকালীন ব্যবস্থা হিসেবে কপ্টার থেকে খাবার, জল এবং একটি রেডিয়ো ফেলে দেওয়া হয়।
![নির্জন দ্বীপে তিনজন, তেত্রিশ দিন শুধু নারকেলেই ক্ষুণ্ণিবৃত্তি নির্জন দ্বীপে তিনজন, তেত্রিশ দিন শুধু নারকেলেই ক্ষুণ্ণিবৃত্তি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/14/306418-bahamas.jpg)
নিজস্ব প্রতিবেদন: কিউবা এবং আমেরিকার ফ্লোরিডার মাঝে বাহামাস দ্বীপপুঞ্জ। তারই এক অংশে ছোট্ট দ্বীপ এই 'অ্যাঙ্গুইলা কে'। সেখানেই আটকে পড়েছিলেন দু'জন পুরুষ, এক মহিলা।
কেন?
তাঁরা জানান, নৌকা ডুবে গিয়েছিল তাঁদের। সাঁতার কেটে দ্বীপে উঠেছিলেন তাঁরা। জনশূন্য দ্বীপটিতে নারকেল গাছ এবং কিছু ঝোপঝাড়। ব্য়স! আর কিছু নেই। বাধ্য হয়ে এক মাস ধরে ওই নারকেল খেয়েই জীবনধারণ করেন তাঁরা।
আরও পড়ুন: অর্ধশতাব্দী পরে হাতে এল হারানো মানিব্যাগ
উদ্ধারকারীদের নজর টানার জন্য একটি পতাকা অ্যাঙ্গুইলা কে (Anguilla Cay) দ্বীপে পুঁতে রেখেছিলেন। নিয়মমাফিক নজরদারির সময়ে উপকূলরক্ষীদের নজরে পড়ে সেই পতাকা। হেলিকপ্টার নিয়ে আরও কিছুটা নীচে নেমে তাঁরা বুঝতে পারেন, কেউ বিপদে পড়েছে। আপৎকালীন ব্যবস্থা হিসেবে কপ্টার থেকে খাবার, জল এবং একটি রেডিয়ো ফেলে দেওয়া হয়।
দ্বীপবন্দিদের সঙ্গে উপকূলরক্ষীদের ভাষার বাধাও ছিল। শেষ পর্যন্ত সব বাধা অতিক্রম করে তিনজনকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় ফ্লোরিডার চিকিৎসাকেন্দ্রে। একমাস কী ভাবে দ্বীপটিতে তাঁরা কাটালেন, তা নিয়ে চর্চা হচ্ছে প্রচুর।
আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু সিডনিতে