প্রেসিডেন্ট পদে ট্রাম্প বিরোধী বামপন্থীতে সায় জার্মানির
ট্রাম্প বিরোধী এক বামপন্থীকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল জার্মানি। সোশ্যাল ডেমোক্র্যাট ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ারকে সমর্থন করেছে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের দক্ষিণপন্থী দলও। স্টেইনমেয়ার জার্মানির প্রাক্তন বিদেশমন্ত্রী। রাইখস্টাগে প্রেসিডেন্ট নির্বাচনে ১২৬০টি ভোটের মধ্যে স্টেইনমেয়ার পেয়েছেন ৯৩১টি ভোট।
ওয়েব ডেস্ক: ট্রাম্প বিরোধী এক বামপন্থীকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল জার্মানি। সোশ্যাল ডেমোক্র্যাট ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ারকে সমর্থন করেছে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের দক্ষিণপন্থী দলও। স্টেইনমেয়ার জার্মানির প্রাক্তন বিদেশমন্ত্রী। রাইখস্টাগে প্রেসিডেন্ট নির্বাচনে ১২৬০টি ভোটের মধ্যে স্টেইনমেয়ার পেয়েছেন ৯৩১টি ভোট।
জার্মানির সংবিধান অনুসারে প্রেসিডেন্টের হাতে তেমন কোনও রাজনৈতিক ক্ষমতা নেই৷ তবু আন্তর্জাতিক মহলের একাংশ এই ভোটকে যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছে। তাদের মতে, মার্কিন প্রেসিডেন্ট বিরোধী অবস্থান নিতে চলেছেন জার্মান চ্যান্সেলর। স্টেইনমেয়ারকে মার্কেলের সমর্থনও তারই ইঙ্গিত।
আরও পড়ুন- চিনকে চিঠি লিখলেন 'গঠনমূলক সম্পর্ক' গড়তে চাওয়া ট্রাম্প
এদিকে, উত্তর কোরিয়া নিয়ে আমেরিকার নতুন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন্তাধারা বুঝতে এবার ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা করল সিওল। অন্তত সেদেশের সরকারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।