Sri Lank: শ্রীলঙ্কার পার্লামেন্টে বিরোধীদের তুমুল বিক্ষোভ, কক্ষ ছাড়লেন প্রেসিডেন্ট রাজাপক্ষ
সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভের ভিডিয়ো শেয়ার করেছেন শ্রীলঙ্কান পার্লামেন্টের সদস্য হর্ষ ডি সিলভা (Harsha de Silva)। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষকে (Gotabaya Rajapaksa) লক্ষ্য করে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা।
![Sri Lank: শ্রীলঙ্কার পার্লামেন্টে বিরোধীদের তুমুল বিক্ষোভ, কক্ষ ছাড়লেন প্রেসিডেন্ট রাজাপক্ষ Sri Lank: শ্রীলঙ্কার পার্লামেন্টে বিরোধীদের তুমুল বিক্ষোভ, কক্ষ ছাড়লেন প্রেসিডেন্ট রাজাপক্ষ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/06/381514-srilanka.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল অর্থনৈতিক সংকটের সঙ্গে জুছছে শ্রীলঙ্কা (Sri Lankan)। প্রতিবাদে রাজপথে নেমেছে দ্বীপরাষ্ট্রের সাধারণ মানুষ। সরকারের পতন হলেও বিক্ষোভ থামছে না। এবার সেই আঁচ পৌঁছে গিয়েছে পাল্টামেন্টের ভিতরে। সেখানে বিরোধীদের বিক্ষোভের মুখে পড়লেন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষ (Gotabaya Rajapaksa)। বিক্ষোভের জেরে পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভের ভিডিয়ো শেয়ার করেছেন শ্রীলঙ্কান পার্লামেন্টের সদস্য হর্ষ ডি সিলভা (Harsha de Silva)। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষকে (Gotabaya Rajapaksa) লক্ষ্য করে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। তাঁরা স্লোগান দিচ্ছেন 'গোটা গো হোম' (Gota Go Home)। সেই বিক্ষোভের জেরেই পাল্টামেন্ট ছেড়ে বেরিয়ে যান রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষ (Gotabaya Rajapaksa)।
শ্রীলঙ্কা পার্লামেন্টে বিরোধীদের বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষ।#Parliament #SriLanka #GotabayaRajapaksa #ZEE24Ghanta pic.twitter.com/9m2ABayCZT
— zee24ghanta (@Zee24Ghanta) July 6, 2022