গোটা রাজধানীটাই উড়িয়ে দেওয়ার হুমকি!
লড়াইটা এখন জমে উঠেছে।যেকোনও দিন বড় আকার নেওয়াটা শুধুই সময়ের অপেক্ষা। শুরুটা উত্তর কোরিয়াই করেছে। রাষ্ট্রসংঘের বারবার মানা সত্ত্বেও তারা নিয়মিতভাবে পরমাণু বোমার পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এবার পিছিয়ে থাকতে রাজি নয় উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়াও। দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়া যদি পরমাণু বোমার ব্যবহার করবে ভাবে, তাহলে উড়ি দেওয়া হবে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংকেও!
ওয়েব ডেস্ক: লড়াইটা এখন জমে উঠেছে।যেকোনও দিন বড় আকার নেওয়াটা শুধুই সময়ের অপেক্ষা। শুরুটা উত্তর কোরিয়াই করেছে। রাষ্ট্রসংঘের বারবার মানা সত্ত্বেও তারা নিয়মিতভাবে পরমাণু বোমার পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এবার পিছিয়ে থাকতে রাজি নয় উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়াও। দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়া যদি পরমাণু বোমার ব্যবহার করবে ভাবে, তাহলে উড়ি দেওয়া হবে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংকেও!
আরও পড়ুন যে ১০ টা খাবার খাচ্ছেন তো আপনি বটেই কিন্তু বিষের কাজ করছে আপনার শরীরে গিয়ে
গত কয়েক দিনে দুই প্রতিবেশী প্রতিদ্বন্দ্বীর মধ্যে বাকযুদ্ধ চলছে এবং তার মাত্রা ক্রমশই উত্তপ্ত হচ্ছে। গত শুক্রবার উত্তর কোরিয়া একটি পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর পর থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে মুখের লড়াইটা শুরু হয়ে গিয়েছে। মুশকিলটা হচ্ছে, দুই দেশেরই ক্ষমতা আছে প্রতিপক্ষের রাজধানী সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার। তবে, পিয়ং ইয়ংকে উড়িয়ে দেওয়ার হুমকিটা দক্ষিণ কোরিয়াই প্রথম দিল!