১৫ ডিসেম্বর নিজের গ্রামেই সমাহিত করা হবে জননায়কে, শেষকৃত্যে থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট

বিশ্বখ্যাত দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার প্রয়াত হলেন। অবসান হল একটি যুগের । বিংশ শতাব্দীর পৃথিবী তাঁকে মনে রাখবে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে তাঁর অবিস্মরণীয় ভূমিকার জন্য। স্থানীয় সময় বৃহস্পতিবার জোহনেসবার্গে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫।

Updated By: Dec 6, 2013, 11:47 PM IST

আগামী ১৫ ডিসেম্বর সমাহিত করা হবে জননায়ক নেলসন ম্যান্ডেলাকে। জানালেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। শেষকৃত্যে থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ম্যান্ডেলার নিজের গ্রাম কুনুতেই সমাহিত করা হবে তাঁকে।

বিশ্বখ্যাত দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার প্রয়াত হলেন। অবসান হল একটি যুগের । বিংশ শতাব্দীর পৃথিবী তাঁকে মনে রাখবে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে তাঁর অবিস্মরণীয় ভূমিকার জন্য। স্থানীয় সময় বৃহস্পতিবার জোহনেসবার্গে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫। গত সেপ্টেমবর মাস থেকেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। বাড়ির মধ্যেই জীবনদায়ী ব্যবস্থায় তাঁকে রাখা হয়েছিল।

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা জীবনের তিন দশক রাজনৈতিন বন্দী হিসাবে কাটিয়েছেন। ফুসফুস সংক্রমণের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর আজ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দক্ষিণ আফ্রিকার অধুনা প্রেসিডেন্ট জেকব জুমা সারা বিশ্বের কাছে ম্যান্ডেলার মৃত্যু সংবাদ ঘোষণা করেন। ''দেশের সেরা সন্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা। আমরা হারালাম বাবাকে।'' ম্যান্ডেলার প্রয়াণের কথা ঘোষণা করার সময় এভাবেই আবেগে ভেঙে পড়েন জুমা।

বর্ণবিদ্বেষী শাসনের রাহুগ্রাস থেকে মুক্তি, রামধনুর দেশে বহুজাতির রঙে ডানা মেলা গণতন্ত্রের প্রজাপতি। সাতাশ বছর অন্ধ কুঠুরিতে রেখেও যে মানুষটির আলোর পথে হাঁটাকে আটকানো যায়নি, শান্তিকামী সেই মানুষের প্রয়ানে শোকস্তব্ধ সারা বিশ্ব।

নোবল শান্তি পুরষ্কার বিজয়ী মাদিবা ২৭ বছরের বন্দী জীবনের কাটিয়ে ১৯৯০ সালে জেলের বাইরে আসেন। জেলের অন্ধকুঠরিও তাঁর অদম্য মনোবলে বিন্দুমাত্র চিড় ধরাতে পারেনি। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম সর্ববর্ণসম্মিলিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

.