এবার জাপানে চলছে অদৃশ্য ট্রেন!
জাপানিরা দিনের পর দিন উন্নতি করেই যাচ্ছে। বিশেষ করে সেটা যদি প্রযুক্তির বিষয় হয়। জাপান সবকিছুতেই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে। তাদের বুলেট ট্রেন দেখেই আস্তে আস্তে সবাই বানাচ্ছে দ্রুতগতির ট্রেন। প্রযুক্তিগত সাহায্যও করছে জাপান।
ওয়েব ডেস্ক: জাপানিরা দিনের পর দিন উন্নতি করেই যাচ্ছে। বিশেষ করে সেটা যদি প্রযুক্তির বিষয় হয়। জাপান সবকিছুতেই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে। তাদের বুলেট ট্রেন দেখেই আস্তে আস্তে সবাই বানাচ্ছে দ্রুতগতির ট্রেন। প্রযুক্তিগত সাহায্যও করছে জাপান।
গতির ক্যারিশমা দেখানোর পর এবার জাপানিরা ট্রেনের ক্ষেত্রে রঙ নিয়ে মেতেছেন। তাঁরা এমন রঙের ট্রেন বানিয়েছেন, যা প্রায় দিনের আলোতেই অদৃশ্য লাগে। এই ট্রেনগুলোর রঙ মেটালিক। এবং খুবই উজ্জ্বল। তাই দিনের আলোতে যখন প্রচণ্ড গতিতে ট্রেনগুলো ছুটে যাচ্ছে, আশেপাশের লোকেরা ট্রেনগুলোকে প্রায় দেখতেই পাচ্ছেন না। ইতিমধ্যে এই ট্রেনগুলো জাপানে খুবই জনপ্রিয় হয়ে গিয়েছে।